‘যেভাবে পুলিশ মৃতদেহ টেনে নিয়ে গিয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক ‘ শনিবার কালিয়াগঞ্জে আসছেন প্রিয়াঙ্ক কানুনগো

‘যেভাবে পুলিশ মৃতদেহ টেনে নিয়ে গিয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক ‘ শনিবার কালিয়াগঞ্জে আসছেন প্রিয়াঙ্ক কানুনগো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘যেভাবে পুলিশ মৃতদেহ টেনে নিয়ে গিয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক ‘, শনিবার কালিয়াগঞ্জে আসছেন প্রিয়াঙ্ক কানুনগো ,ছাত্রীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। শুক্রবার সকালে দেহ উদ্ধারের পর শনিবারও থমথমে গোটা এলাকা। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। মৃত ছাত্রীর দেহ টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতা অমিত মালব্য ইতিমধ্যেই সেই ভিডিয়ো টুইট করেছেন। অভিযোগ সামনে আসার পর পুরো ঘটনা খতিয়ে দেখতে কালিয়াগঞ্জে যাচ্ছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের একটি টিম। শনিবারই চার সদস্যের টিম পৌঁছবে ঘটনাস্থলে। তাঁরা মৃতার পরিবারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো।

 

 

 

কিছুদিন আগেই তিলজলায় এক শিশু মৃত্যুর ঘটনার পর রাজ্যে এসেছিল শিশু সুরক্ষা কমিশন। তিলজলা থানার ওসির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন প্রিয়াঙ্ক কানুনগো। রাজ্যের অসহযোগিতার অভিযোগ সরব হয়েছিলেন তিনি। পরে ছাত্রী ধর্ষণের ঘটনা খতিয়ে দেখতে মালদহেও গিয়েছিলেন কমিশনের প্রতিনিধিরা।

 

 

 

এবার চার সদস্য আসছেন রাজ্যে। শুক্রবার সকাল এলাকার বাসিন্দা এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর দেহ পড়ে থাকতে দেখেন কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকার বাসিন্দারা। বিবস্ত্র দেহ উদ্ধারের পর পরিবার দাবি করে, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়।

 

 

আরও পড়ুন – পাঁচটি অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে পরিবহণ দফতর, পরিষেবায়…

 

 

 

প্রিয়াঙ্ক কানুনগো জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে পুরো পরিস্থিতি দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবে কমিশন। রাজ্য সরকারকে শুক্রবারই এ বিষয়ে জানিয়েছিল কমিশন। প্রিয়াঙ্ক কানুনগো বলেন, ‘যেভাবে পুলিশ মৃতদেহ টেনে নিয়ে গিয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনাকে মোটেই মানবিক বলা যায় না। পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top