‘বিজেপির কোলে কোন দলের জন্ম হয়েছে বাংলার মানুষ জানে’, মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ নওশাদের,

‘বিজেপির কোলে কোন দলের জন্ম হয়েছে বাংলার মানুষ জানে’, মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ নওশাদের,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘বিজেপির কোলে কোন দলের জন্ম হয়েছে বাংলার মানুষ জানে’, মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ নওশাদের, চোপড়া থেকে ক্যানিং। ধনেখালি থেকে ইন্দাস। মনোনয়ন পর্বে রাজ্যের নানা প্রান্ত থেকে এসেছে লাগাতার হিংসার খবর। কিন্তু, সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ভাঙড় (Bhangar)। মনোনয়নের শুরু থেকে শেষ দিন পর্যন্ত, দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। ঝরেছে রক্ত, গিয়েছে প্রাণ। বিগত কয়েকদিনে কার্যত দুষ্কতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে শওকত-আরাবুল-নওশাদদের ভাঙড়। এদিকে ভাঙড়ের ঘটনায় ইতিমধ্যেই আইএসএফকে (ISF) দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নাম না করে নওশাদ সিদ্দিকীকে (Naushad Siddiqui) নিশানা করে তাঁর বক্তব্য, “ভাঙড়ের ঘটনাটি ওখানে যারা বিরোধী আছে, নতুন জিতেছে, সেই প্রথম করেছে করেছে গত পরশু দিন। সেই প্রথম গাড়ি ভাঙচুর করেছে। মুসলিম ভাইবোনদের বিপথে পরিচালিত করা হয়েছে। ফলে কাল একটা প্রত্যাঘাত হয়েছে। এটা আমাদের পক্ষ থেকে কাল একটা প্রতিবাদ হয়েছে। যেটা সত্য, সেটা আমি বলব। আজকের ঘটনা আমি এখনও জানি না। আমি রাস্তায়। প্রশাসনকে বলেছি কড়াভাবে দেখতে।” তাঁর এ মন্তব্যেরই এদিন কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে।

 

 

 

 

মমতাকে আবার এদিন আরও বলতে শোনা গিয়েছে, “আজ সিপিএমের কোলে বিজেপি দোলে। কয়েকজন সংখ্যালঘু ভাঙড়ে গন্ডগোল করেছে। বিজেপি-র থেকে টাকা নিয়েছে। মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। একটা এমএলএ হয়ে বড়বড় কথা।” পাল্টা নওশাদ বলেন, “উনি মুখ্যমন্ত্রী। উনি আমাকে যে ভাষায় আক্রমণ করবেন আমি তাঁকে সেই ভাষায় আক্রমণ করতে পারি না। আমার রুচিতে বাধে। তবে আমি একটুই বলব বিজেপির কোলে কোন দলের জন্ম হয়েছে, সিম্বল কীভাবে পেয়েছে তা বাংলার মানুষ জানে।”

 

 

 

অন্যদিকে আবার ভাঙড়ে অশান্তির পিছনে ষড়যন্ত্রের তত্ত্ব খাঁড়া করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, “ভাঙড়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি মনে করি, এটা একটা বড় ষড়যন্ত্র। সেজন্য দেখবেন, যত জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বেশি। কোনও একটা ফাঁদে ফেলে তাঁদের হত্যা করা হচ্ছে।”

 

 

আরও পড়ুন –  রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শাহকে চিঠি সুকান্তর,

 

 

নওশাদ বলেন, “মুখ্যমন্ত্রীর মুখ থেকে এ কথা আমরা আশা করিনি। একটা রাজনৈতিক দলের প্রতি উনি এ ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে দেবেন, তা আমরা কামনাও করিনি। আমরা সংখ্যালঘু, সংখ্যাগুরুর ভেদাভেদের রাজনীতি করি না। এই আমাদেরই দেগে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেভাবে বাইরে থেকে লোক নিয়ে এসে ভাঙড়কে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে তা কখনওই কাম্য নয়। ১৩ তারিখ আমাদের কর্মীদের গুলি করল। ১৪ তারিখে ১ নম্বর ব্লকে মারধর করেছে। ১৫ তারিখেও আবার মারধর করেছে আমাদের কর্মীদের। ২ নম্বর ব্লকে একটা কর্মী গুলি করে মেরে দিল। ৪ জন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তারপরও আমাদের উপর দোষ দেওয়ার চেষ্টা করছে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top