সঙ্গে দেশি কই, আর শিঙি মাছ, হঠাৎই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে হাজির নওশাদ সিদ্দিকী

সঙ্গে দেশি কই, আর শিঙি মাছ, হঠাৎই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে হাজির নওশাদ সিদ্দিকী। বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের দুয়ারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। না এর পিছনে কোনও রাজনৈতিক সমীকরণ নেই। নেহাতই সৌজন্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাখির দুপুরে যান নওশাদ। তবে বুদ্ধবাবুর সাক্ষাৎ পাননি নওশাদ। সূত্রের খবর, বুদ্ধবাবু সেই সময়ে বিশ্রাম নিচ্ছিলেন। তাই তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিলেন আইএসএফ বিধায়ক। পাল্টা নওশাদ সিদ্দিকির শারীরিক অবস্থা বিষয়ে জানতে চান মীরাদেবী। সূত্রের খবর, অল্প বয়সে নওশাদ যেভাবে রাজনীতির বিষয়ে পারদর্শী হয়ে উঠেছেন, তা নিয়েও প্রশংসা করেন তিনি।

 

 

 

 

 

 

 

হুগলির ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকির আইএসএফের সঙ্গে সিপিআইএমের জোট নিয়ে বারবার রাজনৈতিক মহলে কথা হয়েছে। গত বিধানসভা ভোটে রাজ্য বামফ্রন্ট ও কংগ্রেসের সাথে জোট করে আইএসএফ, নাম হয় সংযুক্ত মোর্চা। সেই জোটের জয়ী প্রার্থী নওশাদ সিদ্দিকি। বিধানসভায় জোটের মুখ তিনিই। এর আগে বুদ্ধবাবু যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে হলেও তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন নওশাদ। ফুসফুসে সংক্রমণ নিয়ে ২৯ জুলাই আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বুদ্ধবাবু৷ ১১ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তবে এখনও তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন।

 

 

 

 

আরও পড়ুন –  কুণাল স্পেনে যেতে চাওয়ায় প্রশ্ন হাইকোর্টের, ‘বিচারাধীন অভিযুক্ত কেন মুখ্যমন্ত্রীর টিমে?’

 

 

 

 

 

বুদ্ধবাবুর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দেশি কই এবং শিঙি মাছ নিয়ে যান একুশের ভোটে সিপিআইএমের জোট সঙ্গী। নওশাদ বলেন, “আমি গিয়েছিলেন বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে। হাসপাতাল থেকে তিনি ফেরার পরই ভেবেছিলাম এক দিন যাব। আজই সময় ভাল। তবে ওঁর সঙ্গে দেখা হয়নি। মীরাদেবীর সঙ্গে কথা হয়েছে। তাঁর কাছেই স্বাস্থ্যের খোঁজ নিয়েছি। ওঁ আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন।”