বন্যা পরিস্থিতির আশঙ্কায় সাত জেলার গ্রামবাসীদের সড়ানোর নির্দেশ নবান্নের

পুজোর আগে ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে আজ জরুরি ভিত্তিতে নবান্নে বৈঠক

একদিকে নিম্নচাপের টানা বৃষ্টি, সঙ্গে ডিভিসির জলাধারগুলি জল ছাড়া শুরু করেছে। আগামী কয়েক ঘণ্টায় আরও জল ছাড়া হতে পারে বলে জানা যাচ্ছে। এমত অবস্থায় রাজ্য জুড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আর এই বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে রাজ্যের সাত জেলায়। যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। তাই আজ গান্ধী জয়ন্তির ছুটির দিনেও নবান্নে হয়ে গেল জরুরি বৈঠক। সাত জেলার নীচু এলাকা থেকে মানুষজনের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

আরও পড়ুনঃ বিশ্বকাপের আগেই দল ছেড়ে তড়িঘড়ি মুম্বাই ফিরলেন বিরাট, অনুস্কা কী অসুস্থ?

নবান্ন সূত্রের খবর, গত কয়েক দিন ধরে ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় ভারী বর্ষণের জেরে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ বৃষ্টিতে জলস্তর বাড়ার ফলে ডিভিসির জলাধার রবিবার থেকেই জল ছাড়া শুরু করেছে । ডিভিসি-র জল ছাড়ার ফলে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া-সহ সাত জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। এই বৃষ্টির পরিমাণ বাড়লে ডিভিসির জলাধারগুলি থেকে আরও জল ছাড়া হতে পারে মনে করা হচ্ছে।প্লাবিত এলাকা থেকে যাতে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, আগের দিনের বৈঠকে তা নিয়ে আলোচনা করা হয়েছিল । আরও জল ছাড়ার ফলে কী হতে পারে তার মোকাবিলা করতেই এদিন ফের বৈঠক করা হয়।

 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মাইকিং করা থেকে ত্রাণ এবং উদ্ধারের ব্যবস্থা করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৫ ঘণ্টা অন্তর জেলাগুলিকে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রীর পর্যাপ্ত মজুত-সহ অন্যান্য বন্যা-প্রতিরোধী উপকরণ, যেমন বালির ব্যাগ ইত্যাদি ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে মজুত রাখতে বলা হয়েছে। উপযুক্ত আলো, ত্রাণ ও উদ্ধার অভিযানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। কোনও এলাকায় অস্বাভাবিকভাবে বেশি বৃষ্টিপাত হলে জেলাগুলিকে জানাতে হবে, সে বিষয়েও নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুমের সঙ্গে ২৪ ঘণ্টা তথ্য শেয়ার করতে বলা হয়েছে। রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রীর পর্যাপ্ত মজুত-সহ অন্যান্য বন্যা-প্রতিরোধী উপকরণ, যেমন বালির ব্যাগ ইত্যাদি ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে মজুত রাখতে বলা হয়েছে। উপযুক্ত আলো, ত্রাণ ও উদ্ধার অভিযানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। কোনও এলাকায় অস্বাভাবিকভাবে বেশি বৃষ্টিপাত হলে জেলাগুলিকে জানাতে হবে, সে বিষয়েও নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুমের সঙ্গে ২৪ ঘণ্টা তথ্য শেয়ার করতে বলা হয়েছে।

en.wikipedia.org