১৩ জুলাই বিরোধী জোটের পরবর্তী বৈঠক বেঙ্গালুরুতে, জানিয়ে দিলেন শরদ পওয়ার , গত ২৩ জুন নীতীশ কুমারের ডাকে পটনায় বিজেপি বিরোধী ১৫টি দলের শীর্ষ নেতানেত্রীদের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খড়গে জানিয়েছিলেন পরের বৈঠক হবে শিমলায়।হিমাচল প্রদেশের শিমলা নয়। বিজেপির বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক হবে কংগ্রেস শাসিত আর এক রাজ্য কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন, এনসিপি প্রধান শরদ পওয়ার। তিনি জানান, আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে।
পটনায় চার ঘণ্টার বৈঠকের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) , তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ বিরোধী নেতা-নেত্রীরা আগামী লোকসভা ভোটে ঐক্যবদ্ধ ভাবে লড়ার বার্তা দিয়েছিলেন। এক মাত্র ব্যতিক্রম ছিলেন, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। কংগ্রেস প্রকাশ্যে দিল্লির আমলাতন্ত্র নিয়ন্ত্রণের কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরোধিতার ঘোষণা না করলে, পরবর্তী বৈঠক বয়কটের ঘোষণাও করেছে তাঁর দল। শরদ বৃহস্পতিবার দাবি করেন, পটনা বৈঠকে বিরোধী ঐক্যের আঁচ পেয়ে শঙ্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই ভোপালে বিজেপির কর্মসূচি থেকে বিরোধী নেতাদের নিশানা করেছেন তিনি।
আরও পড়ুন – স্পর্শকাতর বুথ গুলো নিয়ে হাইকোর্টে কি জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা?
আরও পড়ুন – লক্ষ্য মোদী সরকারের ‘উৎখাত’, ফের বেঙ্গালুরুতে বৈঠক বিরোধী দলগুলির ,
আরও পড়ুন – মণিপুরে সেনার উপর অতর্কিত হামলা, মোতায়েন বিশাল বাহিনী
বৈঠকের দিন পরিবর্তনেরও বার্তা দিয়েছেন শরদ। তিনি বলেন, ‘‘আগামী ১৩-১৪ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক হবে।’’ প্রসঙ্গত, গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে পটনায় ১৫টি বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতানেত্রীদের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানিয়েছিলেন পরের বৈঠক হবে শিমলায়। বিরোধী শিবির সূত্রের খবর, প্রাথমিক ভাবে স্থির হয়েছিল ১২ জুলাই বৈঠক হবে।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )