নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ৭ অক্টোবর, ২০২০ : মঙ্গলবার রাতে বাড়ির গৃহবধূ বাড়ির বাইরে বাথরুম করতে গেলে দুই প্রতিবেশি তাঁর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। শুধু তাই নয় বধুকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলেও জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার গোবিন্দপুর গ্রামের বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার গোবিন্দপুর গ্রামে।প্রতিবাদীকে প্রতিবাদ করতে গেলে তাঁকে বেধড়ক মারধর করে। বাঁশ ও লোহার রড দিয়ে,রেয়াত পেলনা ছেলেও বৌমা। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার গোবিন্দপুর গ্রামে । বছর তিরিশের গৃহকর্তী গতকাল মঙ্গলবার রাত্রিবেলা বাড়ির বাইরে বাথরুম করতে আসলে রাতের অন্ধকারে প্রতিবেশী দুই যুবক মন্টু মন্ডল, উত্তম মন্ডল তার ওপর হামলা চালায় । কুপ্রস্তাবের প্রতিবাদ করলে তার কাপড় ছিড়ে দেয়। বধূকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ।আশঙ্কাজনক অবস্থায় টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ছেলে হাসনাবাদ থানায় দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই দুই যুবকের সঙ্গে গৃহকর্তীর পূর্বপরিচিত বলে প্রাথমিক অনুমান পুলিশের। এর আগেও কয়েকবার তাকে কু প্রস্তাব দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন… স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ধুনকর শিল্পী
এর পিছনে অন্য কিছু কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে হাসনাবাদ থানার পুলিশ ।আক্রান্ত গৃহকর্তী দুই যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।