নেতাজীর পদচিহ্ন স্থল হিলি রেলস্টেশনে পালিত হয় না জন্মজয়ন্তী। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া, স্বাধীনতার পূর্বে দিনাজপুরে আগত নেতাজী সুভাষ চন্দ্র বসু-র পদচিহ্ন স্থল হিলি রেলস্টেশনে পালিত হয় না নেতাজীর জন্মজয়ন্তী। উদ্যোগ নেই বি.এস.এফ কর্তৃপক্ষেরও।এমনই অভিযোগ।মন ভার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের। উল্লেখ্য, ১৯২৮ সালে তৎকালীন দিনাজপুর জেলায় দুর্ভিক্ষ চলছিল।
সেই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে জনগণের জীবন্ত ভগবান নেতাজী সুভাষ চন্দ্র বসু তৎকালীন নর্থবেঙ্গল এক্সপ্রেস ট্রেনে চেপে দিনাজপুর জেলার হিলি রেলস্টেশন আসেন। মূলত নেতাজীর চাপেই তৎকালীন ইংরেজ গভর্নর জ্যাকশন দিনাজপুরের দুর্ভিক্ষ সংকট মেটাতে ৬ লক্ষ টাকা সরকারি রিলিফ ফান্ড বরাদ্দ করে। শুধু তাই নয় দুর্ভিক্ষের সময় পরিত্রাতা হিসাবে দিনাজপুরে আগত নেতাজীর ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষরা ৪ লক্ষ টাকা নেতাজীকে দান করেন। যে টাকা দুর্ভিক্ষের রিলিফের কাজে ব্যবহার হয়েছিল। ভারতের স্বাধীনতার গৌরবজ্বল ইতিহাসে দিনাজপুরের সেই ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলার বাসিন্দাদের বুকে বছরের পর বছর ধরে বহন করে আসা গৌরবের কাহিনী। কিন্তু ভারতের স্বাধীনতার সময় ঐ হিলি রেলস্টেশন তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত।
ভারতীয় ভূখন্ডের হিলি চেক পোস্ট থেকে বাংলাদেশের হিলি রেলস্টেশনের দূরত্ব মাত্র প্রায় ১০০ মিটার হলেও সীমান্তের কাটাতারের বেড়া ও বৈদিশিক নিয়মের বেড়াজালে কারনে নেতাজীর সেই পদচিহ্নের ঐতিহ্য বহন করে আসা হিলি রেলস্টেশনে ভারতীয়রা নেতাজীর জন্মজয়ন্তী পালন করতে পারেন না। জন্মজয়ন্তীতেও মহান বীরকে সম্মান জানাতে হিলি রেলস্টেশনে নেতাজীর জন্মজয়ন্তী পালনে উদ্যোগ নেয়নি বি.এস.এফ কর্তৃপক্ষও। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই দাবী তুলতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সরকারের সাথে কথা বলে হিলি রেলস্টেশনে নেতাজীর জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নিক।
আরও পড়ুন – ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ভোলা’ সিনেমার দ্বিতীয় পর্বের টিজার।
এমনটা না হলে দিনাজপুরের মানুষদের প্রতি ভারতের মহান বিপ্লবী সুভাষ চন্দ্র বসু-র প্রেমের কাহিনী দেশের উত্তরাধিকারীরা জানতে পারবে না, বক্তব্য স্থানীয় বাসিন্দাদের। দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাসবিদ ডঃ সমিত ঘোষ বলেন রেলস্টেশনকে আমরা ছুতে পারি না কাটাতারের বেড়ার কারনে, এপাড় থেকেই স্বাদ মেটাতে হয়। ডঃ সমিত ঘোষ-এর বক্তব্য বালুরঘাট থেকে হিলি অবধি রেলপথ সম্প্রসারণ হলে হিলি রেলস্টেশনের নাম নেতাজী সুভাষ চন্দ্র বসু-র নামাঙ্কিত করা হোক। সবমিলিয়ে নেতাজীর ১২৬তম জন্মজয়ন্তীতে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষদের কাছে নেতাজীপ্রেমের গোলাপে কাটা যেন সীমান্তের ঐ কাঁটাতার।