নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে নতুন মুখ

নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে নতুন মুখ । একজনের চোট, সুযোগ অন্য ওপেনারের, নতুন মুখ নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে। কিউয়িদের বিরুদ্ধে টি২০ সিরিজ় থেকে বাদ এক ওপেনার। তিনি তরুণ অথচ এত চোট প্রবণ। বোর্ড ক্ষুব্ধ। কব্জির চোটের কারণে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় ওপেনার। পুরনো চোট আরও এক বার ফিরে আসায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় থেকে ছিটকে গেলেন ভারতীয় ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। কব্জির চোটের কারণে সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন তিনি। এর আগেও বেশ কয়েকটি সিরিজ়ে কব্জির চোট ভুগিয়েছিল রুতুরাজকে।

 

আরও এক বার পুরনো চোটের কারণে রুতুরাজ ছিটকে যাওয়ায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। খুব বেশি দিন ভারতীয় দলের হয়ে খেলছেন না রুতুরাজ। কিন্তু এর মধ্যেই অনেক বার চোট ছিটকে দিয়েছে তাঁকে। ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় থেকেও কব্জির চোটের কারণে ছিটকে গিয়েছিলেন ডান হাতি ওপেনার। পরে আয়ারল্যান্ড সফরে গিয়েও চোটের কারণে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি।বোর্ড সূত্রে খবর, রঞ্জি চলাকালীনই রুতুরাজ জানিয়েছিলেন যে তাঁর কব্জিতে ব্যথা হচ্ছে। তাই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হয়নি। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন রুতুরাজ।

আরও পড়ুন – মধ্যপ্রদেশে পুরসভা নির্বাচনে বিজেপির বড় জয়

সেখানে চোট সারিয়ে তার পরে আবার মাঠে ফিরবেন তিনি। রুতুরাজ না থাকায় পৃথ্বী শ পুরো সিরিজ়ে ওপেনার হিসাবে খেলবেন বলে বোর্ডের অন্দরের খবর। বার বার এ ভাবে চোটের কারণে ছিটকে যাওয়ায় রুতুরাজের উপর ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। এক আধিকারিক জানিয়েছেন, রুতুরাজের যখন কব্জির সমস্যা রয়েছে তখন ওর উচিত কব্জির যত্ন নেওয়া। এ ভাবে বার বার চোট পেতে থাকলে কেরিয়ারে ক্ষতি হবে। তাই রুতুরাজকে অতিরিক্ত সাবধান থাকার বার্তা দিয়েছে বিসিসিআই। ভারতের হয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুতুরাজ।