নতুন সরকার আসছে, একটু ধৈর্য ধরুন, কিসের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ?

নতুন সরকার আসছে, একটু ধৈর্য ধরুন, কিসের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নতুন সরকার আসছে, একটু ধৈর্য ধরুন, কিসের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ? কদিন আগেই পটনায় বিরোধী নেতাদের সঙ্গে মেগা বৈঠক করে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লক্ষ্য একটাই, দিল্লির মসনদ থেকে সরাতেই হবে বিজেপিকে (BJP)। বিজেপিকে হারাতে ‘ওয়ান টু ওয়ান’ নীতির কথাও উঠে এসেছে। এবার বাংলায় ফিরে এসেই সেই বিজেপিকে আরও একবার তুলোধনা করলেন মমতা। পঞ্চায়েত ভোটেই একটা ফুটো হয়ে যাবে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে। আর একটা ফুটো হবে লোকসভা নির্বাচনে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রচারে নেমে এদিন কোচবিহারের চান্দামারি থেকে এ কথাই বললেন মমতা।

 

 

 

 

 

মমতার দাবি, বাংলায় ক্ষমতায় আসার পর বিগত ১১ বছরে তাঁর সরকার যে কাজ করেছে তা পৃথিবীর আর কেউ করতে পারেননি। মমতার কথায়, “আজকে বাংলা মডেল তৈরি হয়ে গিয়েছে।” আর সে কারণেই হিংসা করছে পদ্ম শিবির। তবে বেশিদিন নয়। মমতা বলছেন, “তাড়াতাড়িই ভারতে আসছে নতুন সরকার। তাই মানুষের সরকারকে ভোট দিন। মানুষের সঙ্গে থাকুন। ওদের ডাবল ইঞ্জিন একটা পঞ্চায়েত নির্বাচনে ফুটো হবে আর একটা লোকসভা নির্বাচনে ফুটো হবে। একটু ধৈর্য ধরুন।”

 

 

 

আরও পড়ুন –  দুষ্টুমি করলে চড় মারার নিদান!কোচবিহারের জনসভা থেকে নিদান মমতার

 

 

 

তবে পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়েনি পদ্ম শিবিরও। মমতাকে খোঁচা দিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বললেন, “মুখ্যমন্ত্রী তো চাকরির ফুটো বন্ধ করতে পারলেন না। কমিশনের ফুটো বন্ধ করতে পারলেন না। আবার তিনি ডাবল ইঞ্জিন ফুটো করার কথা বলছেন!” অন্যদিকে কোচবিহারের সভা থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র কটাক্ষবাণ শানান মমতা। মমতার দাবি, আমেরিকায় গিয়ে নষ্ট হচ্ছে সরকারের টাকা। রাশিয়ায় গিয়ে, ফ্রান্সে গিয়ে প্লেন কিনছেন। তবু দেশের মানুষের কথা ভাবছেন না। মোদীকে নিশানা করে এদিন মমতা বলেন, “উনি প্লেন কিনছেন। এদিকে আমার গরিব ভাই-বোনেরা একশোদিনের কাজের টাকা পাচ্ছে না। এটাই হচ্ছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার।”

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top