ভারতে বিদেশি পড়ুয়াদের সুবিধার জন্য নতুন পোর্টাল চালু করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ভারতে বিদেশি পড়ুয়ারা পঠনপাঠনে পাবেন আরও সুবিধা। এবার সেই প্রেক্ষিতে চালু হল নতুন পোর্টাল। বিদেশি পড়ুয়াদের সুবিধার্থে সম্প্রতি এই পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় সরকার। গত বুধবার থেকে চালু হয়েছে’স্টাডি ইন ইন্ডিয়া’ নামের সংশ্লিষ্ট পোর্টাল। যেখান থেকে পাওয়া যাবে এদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত তথ্য। পোর্টালটির উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে বিদেশি পড়ুয়ারা যে প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হতে পারবেন , সেগুলির কিছু নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। যা হল-
নির্বাচিত প্রতিষ্ঠানকে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-এর তালিকাভুক্ত প্রথম ১০০-র মধ্যে থাকতে হবে, ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স (আইএনআই)-এর তালিকাভুক্ত হতে হবে। এছাড়াও রয়েছে অন্যান্য যোগ্যতার মাপকাঠি।
প্রসঙ্গত, দেশে আন্তর্জাতিক পড়ুয়ার সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই পোর্টাল চালুর উদ্যোগ নিয়েছে। এদিন থাইল্যান্ড, জাপান, ইথিওপিয়া, ইকুয়াডর, কাজাখাস্তান এবং রিপাবলিক কোরিয়া থেকে বর্তমানে এই দেশে পড়াশোনা করছে এমন শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।
নতুন পোর্টালে কী সুবিধা রয়েছে? ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালটি থেকে পড়ুয়ারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল কোর্সের বিষয়ে জানতে পারবেন। এছাড়াও যোগাসন, আয়ুর্বেদ, ধ্রুপদী শিল্প সংক্রান্ত বিভিন্ন কোর্সের বিষয়ে বিশদে জানার সুবিধাও রয়েছে। শুধু পঠনপাঠন নয়, সামগ্রিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন সুযোগসুবিধা এবং গবেষণা সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্যও পোর্টাল থেকে পাওয়া যাবে। এককথায় দেশের বাইরে থেকেও ভারতের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে চাইলে বিদেশি পড়ুয়া সমস্ত তথ্য পেয়ে যাবেন সংশ্লিষ্ট পোর্টাল থেকে।
আরও পড়ুন – রাজভবন থেকে ফের একপ্রস্থ চিঠি গেল রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে, কৈফিয়ত তলব
অন্যদিকে, আন্তর্জাতিক পড়ুয়ারা ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে নিজেদের পছন্দের একাধিক প্রতিষ্ঠান কিংবা কোর্সের জন্য আবেদন জানাতে পারবেন।যার জন্য প্রয়োজন নেই বিভিন্ন প্রতিষ্ঠানের ভিন্ন পোর্টালে যাওয়ার,একটি পোর্টালে ঢুকেই পাওয়া যাবে রেজিস্ট্রেশন,ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে কোর্স বাছাই এবং প্রতিষ্ঠানে ভর্তির প্রস্তাবপত্র সমস্ত খুঁটিনাটি। ফলে ভারতে উচ্চশিক্ষায় ইচ্ছুক বিদেশি পড়ুয়ারা সংশ্লিষ্ট পোর্টাল থেকেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন জানাতে পারবেন।