কলকাতায় মিলেছে নয়া স্ট্রেন ভাইরাস

কলকাতায় মিলেছে নয়া স্ট্রেন ভাইরাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৩০ ডিসেম্বর ২০২০: করোনা ভাইরাসের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক স্ট্রেন ভাইরাস। কলকাতার মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ছেলের শরীরে মিলেছে নতুন এই ভাইরাস। কিছু দিন আগেই তিনি লন্ডন থেকে কলকাতা ফিরেছেন। 

ইনি ২০ ডিসেম্বর ভোরবেলা কলকাতা বিমানবন্দরে নামে। এই বিমানের আরও এক যাত্রীর বিমানবন্দরে করোনা পরীক্ষায় পজিটিভ আসায় তাকে রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ভর্তি করা হয়।পরবর্তীতে তার করোনা পরীক্ষার রিপোর্ট কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন করলে তা নেগেটিভ আসে। অন্যদিকে যে যুবক নতুন স্ট্রেনে আক্রান্ত,তাকে তাকে দমদম বিমানবন্দর থেকেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়৷ এই দু’জনকেই সম্পূর্ণ আলাদা ভাবে আলাদা ঘরে রাখা হয়৷ কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসাধীন যুবক তার আশপাশের বিমানের আসনের যাত্রী সমেত মোট সাতজন এর নমুনা জিনোম সিকোয়েন্স এর জন্য কল্যাণীর এনআই বিএন জিতে পাঠানো হয়৷ তার মধ্যে ৬ জনের নমুনা কিছু পাওয়া যায়নি একজনের নমুনা সন্দেহজনক হওয়ায় সেই নমুনা আবার দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজ কন্ট্রোল পাঠানো হয়৷ এটাই সম্ভবত পজিটিভ হয়েছে৷ নতুন করোনা স্ট্রেন কলকাতায় পাওয়ার পর জনস্বাস্থ্য আধিকারিক চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক জানিয়েছেন, ‘মানুষ যাতে আতঙ্কিত না হন তবে সতর্ক থাকেন। করোনা ভাইরাসের নয়া স্ট্রেনে ভ্যাকসিন কাজ করবে না তার প্রমাণ নেই। ব্রিটেনে যেভাবে নয়া স্ট্রেন ছড়িয়েছে ভারতে তা আদৌ সেভাবে গণহারে ছড়াবে কিনা তা প্রমাণিত নয়। কারণ ইউরোপের মানুষের তুলনায় ভারতীয়দের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি ।তবে মানুষ সচেতন না থাকলে বিপদ বাড়তে পারে। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ , পুনে সব মিলিয়ে গোটা দেশে মোট কুড়িজন করোনার এই নতুন স্ট্রেনে আক্রান্ত ।

আরও পড়ুন…গঙ্গা সাগর মেলা প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগার পৌঁছলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top