ভালবাসার মরশুম শেষ হলেই কি বিদায় শীতেরও?হালকা ঠান্ডার আমেজে জমে উঠছে প্রেম lশুরু হয়ে গেছে ভালবাসার সপ্তাহ (valentine’s week)। আকাশে বাতাসে প্রেমের আবহ। রাস্তাঘাটে, চায়ের দোকানে, ক্যাফে-রেস্তোরাঁয় জোড়ায় জোড়ায় দেখা মিলছে তরুণ-তরুণীদের। এখনও গরমে গলদঘর্ম হওয়ার দিন আসেনি, ফলে সকাল সন্ধ্যায় হালকা হিমের পরশ মেখে জমে উঠছে প্রেম। কিন্তু ঠান্ডার আয়ু আর কতদিন? হাওয়া অফিস জানাচ্ছে, ভালবাসার মরশুম শেষ হতে না হতেই এবারকার মতো দিন ফুরোবে শীতের (weather update)।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উঠে গেল ২০ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ ও বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৯.৯ এবং ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে (valentine’s day) পর্যন্ত ওঠানামা করবে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কিছুটা কমবে তাপমাত্রা। তবে সপ্তাহান্তে শনি ও রবিবার ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। আগামী সপ্তাহের সোমবার থেকে ফের কমবে তাপমাত্রা, যা মঙ্গলবার এক ধাক্কায় আরও বেশ কিছুটা কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তবে মঙ্গলবারই শেষ। ১৫ ফেব্রুয়ারি থেকে শীতের আমেজ উধাও হয়ে যাবে।
বুধবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার ছিল। তাহলে কি বৃষ্টি হবে, অফিস বেরোনোর আগে আশঙ্কায় ভুগছিলেন মানুষজন। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু পার্বত্য এলাকা ছাড়া রাজ্যের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা আগামী কয়েকদিন ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন- তিন সন্তানের মা হলেন শান্তিনিকেতন থানার পুলিশ কর্মী
সব মিলিয়ে ভ্যালেন্টাইন্স উইকের পর বাঙালির প্রেম টিকলেও শীতের ইনিংস এখানেই শেষ। তার জন্য আবার বছরখানেকের অপেক্ষা করতে হবে শীতপ্রেমীদের।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )