ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় পর্যবেক্ষক পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ,পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দিন ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য। মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। শাসক ও বিরোধী দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় বিশেষ পর্যবেক্ষক পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেই বাংলায় বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। মূলত, পঞ্চায়েত ভোটে সম্ভাব্য অশান্তির এলাকাগুলি আগাম চিহ্নিত করতেই পর্যবেক্ষক আসছেন বাংলায়। অশান্তিপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করার পাশাপাশি এলাকা সরেজমিনে খতিয়ে দেখে মানবাধিকার পরিস্থিতি বিবেচনা করবেন জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর ব্যাপারে প্রথম থেকেই দাবি জানিয়ে আসছে বিজেপি। রাজ্যে আইন-শৃঙ্খলা নেই এবং পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে অভিযোগ তুলে ইতিমধ্যে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে শিশির বাজোরিয়ার নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল। পাশাপাশি অস্থায়ী কর্মচারী, যাঁদের নিয়োগ বিচারাধীন, তাঁদের এবং সিভিল ভলান্টিয়ার ভোটে ব্যবহার করা যাবে না এবং প্রতিটি বুথে ১০০ শতাংশ ক্লোজ সার্কিট ক্যামেরা দেওয়ারও দাবি জানিয়েছে বিজেপি। যদিও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার ব্যাপারে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও সবুজ সংকেত মেলেনি। এই আবহে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে বাংলায় পর্যবেক্ষক পাঠানোর ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন – কেউ হাসছেন, কেউ কাঁদছেন, কেউ আবার একদম চুপ! করমণ্ডলে আহতদের মধ্যে দেখা…
জাতীয় মানবাধিকার কমিশনের তরফে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটে রাজ্যে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সম্ভাব্য অশান্তিপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করার পাশাপাশি এলাকা সরেজমিনে খতিয়ে দেখে মানবাধিকার পরিস্থিতি বিবেচনা করবেন জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং youtube )