কেরলে ফের জাঁকিয়ে বসেছে করোনা সংক্রমণ। তবে করোনার পাশাপাশি কেরলে মাথাব্যাথা ( Nipa ) বাড়াচ্ছে নিপা ভাইরাস। জানা গিয়েছে, করোনার পাশাপাশি নিপা ভাইরাসের হানায় কাঁপছে কেরল।
ইতিমধ্যেই মারণ ভাইরাস নিপা ( Nipa ) প্রাণ কেড়ে নিল এক শিশুর। মৃত্যুকালে শিশুটির বয়স হয়েছিল ১২ বছর। শিশুটি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, এমনটাই জানাচ্ছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ।
আর ও পড়ুন ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার লীনা ( Leena ) মারিয়া পল
পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে ওই শিশুর নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। নমুনা পরীক্ষা করে দেখা যায় শিশুটির শরীরে দানা বেঁধেছে মারণ ভাইরাস নিপা ( Nipa )। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের কথায়, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আজ ভোর পাঁচটার সময় নিপা ভাইরাসে আক্রান্ত শিশুটির মৃত্যু হয়।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বিবৃতি অনুযায়ী, ‘ইতিমধ্যেই বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে। যারা নমুনা সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছে। এই শিশুটির সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে চিহ্নিত করে নমুনা পরীক্ষা করার কাজ চলছে।
উল্লেখ্য, করোনার পাশাপাশি কেরলে মাথাব্যাথা ( Nipa ) বাড়াচ্ছে নিপা ভাইরাস। জানা গিয়েছে, করোনার পাশাপাশি নিপা ভাইরাসের হানায় কাঁপছে কেরল।
ইতিমধ্যেই মারণ ভাইরাস নিপা ( Nipa ) প্রাণ কেড়ে নিল এক শিশুর। মৃত্যুকালে শিশুটির বয়স হয়েছিল ১২ বছর। শিশুটি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, এমনটাই জানাচ্ছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। নমুনা পরীক্ষা করে দেখা যায় শিশুটির শরীরে দানা বেঁধেছে মারণ ভাইরাস নিপা ( Nipa )। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের কথায়, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আজ ভোর পাঁচটার সময় নিপা ভাইরাসে আক্রান্ত শিশুটির মৃত্যু হয়।