‘ভাইপোর ফ্লপ শো বাংলার মানুষ দেখছে’, নবজোয়ার কর্মসূচি নিয়ে কটাক্ষ নিশীথের , অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে কটাক্ষের সুযোগ ছাড়ছেন না বিজেপি নেতৃত্ব। এবার তৃণমূলের ‘গ্রাম বাংলার মতামত’ কর্মসূচি নিয়ে মুখ খুললেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকে বন্দ্যোপাধ্যায়কে ‘অপরিপক্ক’ নেতা বলে অভিহিত করে তৃণমূলের কর্মসূচিকে ‘ফ্লপ শো’ বললেন বিজেপি সাংসদ।
তৃণমূলের এই কর্মসূচিতে আদতে বিজেপির অনেক সুবিধা হচ্ছে বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর যুক্তি, এই ধরনের বিশৃঙ্খলা, কোন্দল মানুষের সামনে বেরিয়ে আসছে। তাতে তৃণমূলের অবস্থান সম্পর্কে মানুষ আরও অবগত হতে পারছে। নিশীথ বলেন, “আপনি ( অভিষেক বন্দ্যোপাধ্যায়) সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরুন। পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পারবে, আপনার এই ফ্লপ শো।” এই প্রসঙ্গে জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন নিশীথ। তাঁর বক্তব্য, ” কংগ্রেস দলটাকে শেষ করে দেওয়ার জন্য যেরকম তিনি একাই যথেষ্ট, সেরকম তৃণমূল দলটাকে শেষ করে দেওয়ার জন্য এক ভাইপো যথেষ্ট।”
উল্লেখ্য, মঙ্গলবার কোচবিহার জেলায় গোঁসানিমারি হাইস্কুলের মাঠে এবং মাথাভাঙা কলেজে তৃণমূলের ‘গ্রাম বাংলার মতামত’গ্রহণের কর্মসূচির আয়োজন করা হয়েছিল। দুই জায়গাতেই কর্মীদের মধ্যে ব্যাপক কোন্দলের চিত্র উঠে আসে। ব্যালট বাক্স নিয়ে কাড়াকাড়ি, দু’পক্ষের মধ্যে হাতাহাতি, ব্যালট পেপার ছিঁড়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই, অস্বস্তির মুখে পড়তে হয় রাজ্যের শাসকদলকে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই ঘটনা নিয়ে জানান, TMC পার্টিটা আজ কারও কন্ট্রোলে নেই। যদি পার্টির অনুষ্ঠানই শান্তিপূর্ণ ভাবে না করতে পারে, তাহলে পঞ্চায়েত নির্বাচন কী করে হবে?” পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, ” ভাইপোর ফ্লপ শো সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। কোচবিহারের যখন যেখানে গিয়েছেন, যে মঞ্চে গিয়েছেন, সেই মঞ্চের সামনে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। যাঁরা সেখানে প্রার্থী নির্বাচনের জন্য গিয়েছিলেন, তাঁরা নিজেদের মধ্যে গণ্ডগোল করেছেন।”
আরও পড়ুন – ‘সমলিঙ্গে বিবাহের মতো জটিল বিষয়ে সংসদকে সিদ্ধান্ত নিতে দিন’! সুপ্রিম কোর্টকে বলল…
তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনওদিন বুথের রাজনীতি করেননি, ‘প্যারাশুট’ থেকে নেমে এসে এসি গাড়ি নিয়ে গিয়ে বিলাসবহুল তাঁবু বানিয়ে বিপুল পরিমাণে টাকা খরচ করে এই ধরনের কর্মসূচি করছেন। এত টাকা কোথা থেকে আসছে? প্রশ্ন করেন নিশীথ। এতে মানুষের প্রশ্ন তোলার সময় এসেছে বলে দাবি করেন তিনি।