নিজস্ব সংবাদদাতা ১৪ ডিসেম্বর ২০২০ দমদম: কাটমানি না দিলে পশ্চিমবঙ্গে কোন সরকারি কাজ হয়না। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি আসানসোল পৌরনিগমে কেন্দ্রের বরাদ্দ রাজ্য সরকার ছাড়পত্র দেয়নি বলে অভিযোগ করেন আজ।
এই প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরে এই প্রতিক্রিয়া দিলেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, “এই সরকারের দুটোই ক্ষমতার কেন্দ্রবিন্দু। এক মুখ্যমন্ত্রী দ্বিতীয় ভাইপো। মুখ্যমন্ত্রীর ছবিটা পরিষ্কার। কিন্তু ভাইপোর ছবি দুর্নীতিগ্রস্ত। কাটমানি না দিলে কোন সরকারি তহবিল বরাদ্দ হয় না। সেই কারণেই রাজ্যে উন্নয়নের কাজ আটকে আছে। প্রসঙ্গত কৈলাস বিজয়বর্গীয়কে ডায়মন্ড হারবারে আক্রমনের জেরে বুলেট প্রুফ কার বরাদ্দ করা হয়েছে। তাকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন হয়ত কেন্দ্র থেকে নির্দেশ এসেছে সাধারণ গাড়িতে যেন আমি না ঘুরি। সেই কারণে আমি বুলেট প্রুফ কার ব্যবহার করব। বাংলায় সাধারন মানুষের জীবন সুরক্ষিত নয়। এখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে।
আরও পড়ুন…মেয়েদের সুরক্ষা এবং শারীরিক সমস্যা কাটাতে নতুন করে শুরু হল ক্যারাটে প্রশিক্ষণ ক্লাস