Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কপ্টার-দুর্বিপাকে আহত হয়ে মঙ্গলবার রাত থেকে ঘরবন্দি মমতা বন্দ্যোপাধ্যায়।

কপ্টার-দুর্বিপাকে আহত মমতা, বিরোধীদের ‘আরোগ্যকামনা’-বার্তা নেই

কপ্টার-দুর্বিপাকে আহত মমতা, বিরোধীদের ‘আরোগ্যকামনা’-বার্তা নেই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কপ্টার-দুর্বিপাকে আহত মমতা, বিরোধীদের ‘আরোগ্যকামনা’-বার্তা নেই , কপ্টার-দুর্বিপাকে আহত হয়ে মঙ্গলবার রাত থেকে ঘরবন্দি মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ, বুধবার সন্ধ্যা পর্যন্ত বিরোধী জোটে তাঁর ‘বন্ধু’ কোনও নেতানেত্রীর তরফে প্রকাশ্যে তাঁর আরোগ্যকামনা বা দ্রুত সুস্থতার বার্তা দেখা গেল না। যা ইদানীংকালের রাজনীতিতে খানিকটা বিরলই বটে। এই ধরনের ঘটনায় টুইটারে দ্রুত আরোগ্যকামনার বার্তা চলে আসে। যেমন শুভেচ্ছাবার্তা যায় বিভিন্ন নেতানেত্রীর জন্মদিনেও। অনেকে ব্যক্তিগত ভাবে ফোন করে আরোগ্যকামনা করেন। কিন্তু পাশাপাশিই সমাজমাধ্যমে পোস্ট সর্বসমক্ষেও তা জানান। সেটি মূলত ‘রাজনৈতিক বার্তা’ দেওয়ার উদ্দেশ্যেই। কিন্তু এ বার মমতা আহত হওয়ার পরে তেমনকিছু দেখা যায়নি।

 

 

 

 

চিকিৎসকেরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর চোট তেমন গুরুতর নয়। মঙ্গলবার এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থেকে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি থাকতে চাননি। বাড়িতেই চিকিৎসকদের পরামর্শমতো চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে হাঁটুতে পরার জন্য ‘নি-ক্যাপ’ দেওয়া হয়েছে। তাঁকে নিয়ন্ত্রিত হাঁটাচলার পরামর্শও দেওয়া হয়েছে।

 

 

 

মমতা আহত হওয়ার ঘটনায় দলের নেতানেত্রীরা উদ্বিগ্ন। ঘটনাপ্রবাহ বলছে, অনেকটা বরাতজোরেই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে মুখ্যমন্ত্রীর কপ্টার। রাজ্যের বিরোধী নেতারা দুর্ঘটনা নিয়ে নানা ‘প্রশ্ন’ তুললেও সকলেই মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্যকামনা করেছেন। এই ধরনের ঘটনা ঘটলে রাজনৈতিক বৈরিতা ভুলে প্রধানমন্ত্রী বা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীরা টুইট করে সংশ্লিষ্ট নেতা বা নেত্রীর আরোগ্যকামনা করেন। এ ক্ষেত্রে নরেন্দ্র মোদী বা অমিত শাহ তেমনকিছু করেননি। ভাবা গিয়েছিল, সদ্য পটনায় বিরোধী জোটের বৈঠকের পর যে ‘বোঝাপড়া’ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে ‘বন্ধু’ দলগুলির নেতা বা নেত্রীদের তরফে আরোগ্যকামনার প্রকাশ্য বার্তা আসবে। কিন্তু তেমনকিছুও ঘটেনি।

 

 

আরও পড়ুন –   হলদিয়া বন্দরে কাজ শুরু করতে চলেছে আদানি গ্রুপ। জুলাই মাস থেকেই জায়গা…

 

 

কেউ ব্যক্তিগত ভাবে মমতাকে ফোন করেছিলেন কি না, তা অবশ্য জানা যায়নি। তবে এসব ক্ষেত্রে তেমনকিছু হলে সাধারণত কোনও একটি পক্ষের তরফে তা প্রকাশ্যে জানিয়ে দেওয়া হয়। যেমন মঙ্গলবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ফোনের কথা জানাজানি হয়েছিল। কিন্তু আর কারও ফোনের কথা কোনও পক্ষ থেকেই জানানো হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top