‘পাঠান’ সিনেমার একের পর এক ডায়লগ উদ্ধৃত করে বিরোধী দলগুলিকে কড়া ভাষায় হুঁশিয়ারি মদন মিত্রের ,‘গরম করলে এমন গরম হয়ে যাব…’, কেষ্টর ‘দায়িত্ব’ কি কাঁধে তুলে নিলেন মদন? পঞ্চায়েত ভোটের আগে শক্তি বাড়াচ্ছে সকল রাজনৈতিক দল। জমি শক্ত করতে মরিয়া সকলেই। চলছে লাগাতার কর্মসূচি। শুক্রবার পুলিশকে হুমকি দিয়েছিলেন। ঠিক পরের দিন শনিবার গরম-গরম ডায়লগ দিয়ে নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের উজ্জীবিত করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। পঞ্চায়েত ভোটের আগে শক্তি বাড়াচ্ছে সকল রাজনৈতিক দল। জমি শক্ত করতে মরিয়া সকলেই। চলছে লাগাতার কর্মসূচি। তাই নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের উৎসাহ বাড়াতে মাঠে নেমে পড়েছেন মদন মিত্র।
সম্প্রতি মদন যে ভাবে বক্তৃতা রাখছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, কেষ্ট সুরই শোনা যাচ্ছে মদনের গলায়। নির্বাচনের আগে এমনই গরম গরম ডায়ালগ শুনতে দেখা গিয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও।গতকাল পুলিকে হুমকি দিয়েছিলেন মদন মিত্র। সিপিএম-বিজেপিকে একযোগে নিশানা করতে গিয়ে হঠাৎই পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেতা। বলেন, “আপনারা জেনে রাখুন আমরা কিন্তু বাংলা চালাই।” তবে এই প্রথম নয়, এর আগেও মদনের নিশানায় ছিল সিপিএম-বিজেপি। রাজনৈতিক এই দল দু’টিকে ‘বদমাশ’ বলে কটাক্ষ করেন তিনি। বলেন, “কংগ্রেস-সিপিএমকে বলছি, যদি মদন মিত্র বেঁচে থাকে আগামী ৩০ বছর এখানে লাল ঝান্ডা পোঁতার কোনও সুযোগ থাকবে না। আমার খুলিয়ে দেব।”
আরও পড়ুন – সরকারি কর্মচারীদের আন্দোলনে কড়া পদক্ষেপ রাজ্যের , ২০ জন সরকারি কর্মীকে শোকজ…
কামারহাটির পাঁচমাথা মোড়ের দলীয় অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চ থেকেই বিজেপি-সিপিএমকে এক যোগে কড়া ভাষায় হুমকি দেন মদন। বলেন, “বিজেপি ও সিপিএম জলদ সে জলদ কুরসি কা পেটি বান্ধ লো। মৌসম বাদাল রাহা হে। এখানেই শেষ নয়, মদন আরও বলেন, “পাঠান অভি মরা নেহি,পাঠান জিন্দা হ্যায়। টাইগার ইজ ব্যাক, টাইগার আভি জিন্দা হ্যায়। আমাদের গরম করবেন না। গরম করলে এমন গরম হয়ে যাব এলাকায় থাকতে পারবেন না।”