লোকাল ট্রেন থেকে নামলেন ৩ ভুয়ো সিবিআই অফিসার, টিটি পরিচয়পত্র চাইতেই পালালেন ২ জন, ভুয়ো চিকিৎসক, ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো সিবিআই অফিসার (Fake CBI Officer) । নৈহাটিতে টিকিট চেকারের হাতে ধরা পড়লেন সেই নকল সিবিআই অফিসার। পলাতক আরও দু’জন। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আরপিএফ (RPF)। জানা গিয়েছে, সোমবার নৈহাটি আপ কৃষ্ণনগর লোকাল থেকে তিনজন নামেন। সেই সময় টিটি তাদের কাছ থেকে টিকিট দেখতে চান। তখনই তারা নিজেদের সিবিআই (CBI) আধিকারিক বলে পরিচয় দেন।
স্নেহাশিস চক্রবর্তী নামে ওই টিটি বলেন, “আমায় বললেন, ওঁরা নাকি সিবিআই আধিকারিক। আমি বললাম এই ভাবে আপনারা ঘুরে বেড়াচ্ছেন কেন? এরপরই আমার উপর তিনজন চড়াও হন। এরপর আমি বলি আপনাদের আইডি কার্ড দেখান। সেটা দেখেই সন্দেহ হয়। তখন আমি আরপিএফ এর কাছে নিয়ে যেতেই পালিয়ে যান দুজন।”
জানা গিয়েছে, সোমবার নৈহাটি আপ কৃষ্ণনগর লোকাল থেকে তিনজন নামেন। সেই সময় টিটি তাঁদের কাছ থেকে টিকিট দেখতে চান। তখনই তাঁরা নিজেদের সিবিআই (Fake CBI) আধিকারিক বলে পরিচয় দেন। ‘আইডেন্টিটি কার্ড’ বের করে দেখান। তা দেখেই টিকিট চেকারের সন্দেহ হয়। এরপর আরপিএফ (RPF) -এর কাছে নিয়ে যেতেই দুইজন পালিয়ে যান।
আরও পড়ুন – বাইক নিয়েই পাহাড়ে যাবেন ভাবছেন? বিপদে পড়ার আগে জেনে নিন ,
আরও পড়ুন – ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে জারি লাল সতর্কতা, স্থগিত চার ধাম যাত্রা
বাকি একজনকে RPF-এর কাছে নিয়ে যেতেই দেখা যায় তিনি ভুয়ো CBI। ধৃতের নাম গোপাল পাল। তিনি লোককে বোকা বানিয়ে প্রতারণা করতেন। ধৃতকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছেন RPF অফিসাররা। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে RPF। ধৃতের কাছ থেকে বেশ কিছু জাল নথি উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা।
( সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)