উত্তরবঙ্গে (North Bengal) পর্যটন বাড়াতে নেপাল ও ভুটানের সাথে যোগাযোগ বাড়াচ্ছে ট্যুর অপারেটররা

উত্তরবঙ্গে (North Bengal) পর্যটন বাড়াতে নেপাল ও ভুটানের সাথে যোগাযোগ বাড়াচ্ছে ট্যুর অপারেটররা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
North Bengal
North Bengal
North Bengal

 

করোনার জেরে  উত্তরবঙ্গের (North Bengal) পর্যটন ব্যবসা আজ তলানিতে। তাই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে ফের উত্তরবঙ্গের (North Bengal) পর্যটন শিল্পকে ঘিড়িয়ে দাঁড় করাতে তৎপর ব্যবসায়ীরা। জোর দেওয়া হচ্ছে নেপাল ও ভুটানের মত দেশের পর্যটন কেন্দ্র গুলির দিকে। শনিবার পর্যটন ব্যাবসায়ীদের সংগঠন হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক দ্বীবার্ষিক সাধারন সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হল।

 

উত্তরবঙ্গের (North Bengal) অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে টি, টিম্বার ও ট্যুরিজমের উপর। এই অর্থনীতি প্রধান মেরুদন্ডই হল পর্যটন শিল্প। উত্তরবঙ্গের প্রায় কয়েক হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত যাদের রুজি রুটি চলে এই শিল্পের উপর নির্ভর করে। তবে গত বছর করোনার দাপটে বিশ্ব জুড়ে লকডাউনে মুখ থুবড়ে পড়েছে উত্তরবঙ্গের অর্থনীতির এই পর্যটন শিল্প।

 

চলতি বছর করোনা কাটিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে এগোতে থাকলেই করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আবারও ধস নামে এই শিল্পে। তবে বর্তমানে এই শিল্পের যা অবস্থা তাতে ভাবাচ্ছে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদের। তবে এতো লোকসানের পরে আবারও এই শিল্পকে ঘুড়িয়ে দাঁড় করানো যায় তানিয়ে তৎপর পর্যটন ব্যবসায়ীরা।

 

আর ও পড়ুন    রাখি পূর্ণিমায় (Rakhi Purnima) কী উপহার দেবেন আদরের ভাই -বোনকে

 

সামনে পুজোর মরশুম তাই পুজোর মরশুমের আগে উত্তরবঙ্গে পর্যটকদের ঢ্ল নামে। তাই আগে ভাগে শিল্পকে ছন্দে ফেরাতে শনিবার একপ্রস্থ বৈঠক সারল পর্যটন ব্যবসায়ীদের সংগঠন হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (HHTDN)। এদিন সংগঠনের দ্বীবার্ষিক সাধারণ সভায় উত্তরবঙ্গের পর্যটন শিল্পের বর্তমান হাল হকিকত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

জানা গিয়েছে, এদিনের এই বৈঠক থেকে স্থির করা হয়েছে। উত্তরবঙ্গে পর্যটকদের আকর্ষন বাড়াতে উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্র গুলির পাশাপাশি কথা বলা হচ্ছে নেপাল ও ভুটান দেশের সাথে। যাতে ওই দেশের পর্যটন কেন্দ্র গুলিতেও পর্যটকেরা ভ্রমনে যেতে পারেন।

 

অন্যদিকে, এদিনের এই দ্বীবার্ষিক সভায় গঠিত হল নতুন কমিটি। আজ থেকে নতুন কমিটির সাথে পথ চলা শুরু করল হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বা HHTDN। আর এই নতুন কমিটি এবার নেপাল ও ভুটানের পার্বত্য রিজিওনের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নতুনভাবে পর্যটনের ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্ঠা করতে চলেছে ।

পোস্ট কোভিড পরিস্থিতিতে ভারতের পার্শ্ববর্তী দেশের সঙ্গে কিভাবে পর্যটন শিল্পকে আরো উন্নত করা যায় তার প্রচেষ্টা করাই হবে এই কমিটির প্রথম লক্ষ, এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানান সংগঠনের সম্পাদক সম্রাট সান্যাল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top