নিজস্ব সংবাদদাতা ১২ ডিসেম্বর ২০২০ উত্তর দিনাজপুর: রায়গঞ্জ থানার ওল্ড উকিলপাড়ার অঙ্কিত জৈন নামে বাসিন্দা রায়গঞ্জ থানার জামবাড়ি গ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি সাদা সিমেন্ট কারখানা তৈরী করেছিলেন।সেই কারখানায় নামীদামী কোম্পানীর নামে প্যাকেটে পুড়ে বাজারে বিক্রি করছেন।
সেই সমস্ত নামীদামী কোম্পানীর নাম ব্যবহার করা হলেও তাদের কোন অনুমতি নেওয়া হয় নি। জাল নামীদামী কোম্পানী নামে সাদা সিমেন্ট বাজারে বিক্রি করায় আসল সিমেন্ট উত্তর দিনাজপুর এবং শিলিগুড়িতে বিক্রির পরিমান তলানীতে এসে ঠেকে।পরিস্থিতি দেখতে কোম্পানীর এক কর্মীকে রায়গঞ্জে পাঠায়।তিনি খোঁজ নিয়ে জানতে পারেন জামবাড়িতে জাল সাদা সিমেন্ট কারখানা তৈরী হচ্ছে।সেই সিমেন্ট বাজারে বিক্রি হওয়ায় তাদের সিমেন্ট বিক্রি কমে গেছে। বিষয়টি নিয়ে উত্তর দিনাজপুর জেলা পুলিশের দ্বারস্থ হন।লিখিত অভিযোগের ভিত্তিতে আজ রায়গঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে ডি ই বি সেখানে হানা দেয়। অভিযুক্ত কারখানার মালিক অঙ্কিত মালো জানিয়েছেন, বিনা অনুমতিতেই তিনি এসমস্ত নামীদামী কোম্পানীর নাম ব্যবহার করছিলেন। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার জানান, নির্দিষ্ট কোম্পানীর অভিযোগের ভিত্তিতে তল্লাশী চালানো হয়। প্রচুর জাল সাদা সিমেন্ট উদ্ধার হয়েছে।পুলিশ তদন্ত শুরু করেছে।অভিযুক্ত অঙ্কিত জৈন জানান, তারা সাদা সিমেন্ট জেকে গোল্ড নামে তৈরী করছিলেন। যা তারা করতে পারেন না বলেও স্বীকার করে নিয়েছেন।