এবার তৈরী হল কাশফুলের বালিশ

এবার তৈরী হল কাশফুলের বালিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এবার তৈরী হল কাশফুলের বালিশ । প্রায় বছর খানেক আগে হাওড়ার একটি প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাশফুলকে ব্যবহার করার জন্য আবেদন জানিয়েছিলেন উদ্যোগপতিদের কাছে। মুখ্যমন্ত্রীর সেই আবেদনকে সামনে রেখে কাশফুলের বিভিন্ন জিনিস তৈরির উদ্যোগ নিয়েছিল সাঁকরাইল ব্লক প্রশাসন। আর সেই লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করেছিল ব্লক প্রশাসন। এমএসএমই আন্ড টি ডিপার্টমেন্টের আর্থিক সহায়তায়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নেচার ফিবার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন এবং সাঁকরাইল ব্লক প্রশাসনের উদ্যোগে ধূলাগোড়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছিল। আর প্রশিক্ষণের শেষে কাশফুলের বালিশ ও তৈরী হল।

 

হাওড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রযুক্তির মাধ্যমে কাশফুলকে ব্যবহার উপযোগী আবেদন জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল বিভিন্ন জায়গায় প্রচুর কাশফুল জন্মায়। কিন্তু সেগুলো অব্যবহৃত হয়ে পড়ে থাকে। একটা সময় সেগুলো নষ্ট হয়ে যায়। যদি সেই কাজ ফুলকে ব্যবহার করে বালিশ তোষক তৈরি করা যায় তাহলেও একটা ভালো উদ্যোগ হবে। মুখ্যমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যে উলবেড়িয়া চেম্বার অফ কমার্স কাশফুলকে ব্যবহার করে বালিশ তোষক তৈরি করার প্রক্রিয়া শুরু করেছে।

আরও পড়ুন – কেশপুরে গোষ্ঠী কোন্দল, পরিস্থিতি সামলাতে ময়দানে মানস ভুঁইয়া

এবার সাঁকরাইল ব্লক প্রশাসনও সেই উদ্যোগ নিল। বিডিও নাজির উদ্দিন সরকার বলেন মুম্বাই রোডের দু প্রান্তে, এ ছাড়া নদী তীরবর্তী ও বহু ফাঁকা জায়গায় প্রচুর কাশফুল জন্মায়। ফলে সেটাকে ব্যবহার করতে পারলে এলাকায় একটা ছোট শিল্প ক্ষেত্র গড়ে তোলা সম্ভব হবে। এটা হলে মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা যাবে। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে এসএইচজি গ্রুপের ২৫ জন মহিলাকে নিয়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছিল। আর প্রশিক্ষণের শেষে কাশফুলের বালিশ ও তৈরী হল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top