
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১০ ফেব্রুয়ারি, ইলামবাজারের ছোট চক গ্রামে এনআরসি আতঙ্ক। এনআরসি আতঙ্কের জেরে গ্রামে বাইরে থেকে আসা চার মহিলাকে পুলিশের হাতে তুলে দিলো গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি সকালে চার মহিলা আসে বাড়ি বাড়ি ঢুকে কাউকে বলে বন্যা হয়েছে কাউকে বলে ঝরে বাড়ি ভেঙে গেছে এই বলে সাহায্য চাইতে থাকে গ্রামবাসীদের কাছে। সাহায্য দেওয়ার পর মহিলা কাগজে সই করতে বলে সেই সই কে ঘিরেই এনআরসি আতঙ্ক সৃষ্টি হয় গ্রামজুড়ে।
এরপরই শুরু হয় বিক্ষোভ। চার মহিলাকে ধরে রাখে গ্রামবাসীরা, পরে পুলিশকে ফোন করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে গ্রামবাসীদের দাবি তারা এনআরসির সার্ভে করতে এসেছিল ছোট চক গ্রামে। জয়দেব ফাঁড়ির পুলিশ চার মহিলাকে নিয়ে গেছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।



















