নিজস্ব সংবাদদাতা, কলকাতা , ১৫ ডিসেম্বর, এন আর সি-র প্রতিবাদে এবার অবরোধ করল শিয়ালদা বজবজ শাখার আক্রা স্টেশন।সাথে মহেশতলা ডাকঘর অবরোধ করল। কিছুক্ষন আগেই এই অবরোধ শুরু হয়েছে। জানা গিয়েছে, স্টেশন মাস্টারের ঘর ভাঙচুর করা হয়েছে।
প্রতিবাদে নেমে তান্ডব শুরু হল শিয়ালদা বজবজ শাখার আক্র স্টেশনে।লাথি নিয়ে বসার জায়গা, ঘড়ি, সমস্ত কিছু ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে সেখানে। বিক্ষোভকারীদের তান্ডবে এক রণক্ষেত্রের চেহারা নিল আক্র স্টেশন।