নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর, নাগরিকত্ব বিল ও এনআরসি’ প্রতিবাদে বিক্ষোভ দেখালো ঘাটাল তৃনমুল কংগ্রেস।শনিবার বিকেলে ঘাটাল থেকে মিছিল বের হল। তারপর সেই মিছিল বরদা চৌকানে পৌঁছায়।
ঘাটাল চন্দ্রকোনা রাজ্যসড়কের উপর আগুন জ্বালিয়ে,মোদী অমিত শাহ’র কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় ঘাটাল তৃনমুল কংগ্রেসের তরফে।রাস্তার উপর বিক্ষোভ হওয়ায় সাময়িক যানজটের সৃষ্টি হয় ঘাটাল চন্দ্রকোনা রাজ্যসড়কে।বিক্ষোভস্থলে মোতায়েন ছিল ঘাটাল থানার পুলিশ। দিনভর বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ঘাটাল।