নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি , ১ ফেব্রুয়ারি, NRC ও CAA -এর জন্য সাধারণ মানুষের জীবনযাত্রা নষ্ট করে দেওয়া, সমগ্র দেশে অস্থিরতা সৃষ্টি করে দেওয়ার বিরোধিতার পাশাপাশি নারী নির্যাতনের ওপরেও বিরোধিতা করে। এদিন (শনিবার) অঙ্গীকার যাত্রার মধ্যে দিয়ে পথে নামল AIDSO। শিলিগুড়ি আইরভিউ মোড় থেকে অঙ্গীকার যাত্রা শুরু হয়ে সেভক রোড, ভেনাসমোড় পরিক্রমা করে বাঘাযতিন পার্কে এসে শেষ হয়। এই অঙ্গীকার যাত্রা আগামী ৭ তারিখ পযন্ত চলবে বলে জানান তারা। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্য দিয়ে তারা ৭ তারিখ কলকাতায় গিয়ে পৌঁছাবে। যেখানে উপস্থিত থাকবে অসংখ্য পড়ুয়া।
এদিন AIDSO-এর রাজ্য সম্পাদক মনিশংখর পট্টনয় বলেন কেন্দ্রীয় সরকারের আইনের বিরুদ্ধে সমগ্ৰ ছাত্ৰ সমাজ সমগ্র সরকারের বিরোধী পক্ষ হিসেবে দাঁড়ায়। NRC ও CAA-এর বিরুদ্ধে ছাত্ৰ সমাজকে এর অঙ্গীকার নেওয়ার জন্য আহ্বান করে।