নিউজ সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৮ অক্টোবর, ২০২০ :ট্রান্সফার অর্ডার বেরনোর এক বছর পরেও কোন রিলিস দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নার্সদের। রিলিসের দাবিতে, আজ হাসপাতালের সামনে ধর্নায় বসেছেন নার্সরা।
অভিযোগ, জঙ্গিপুর মহাকুমা হাসপাতালের বেশিরভাগ নার্সরাই মেদিনীপুর থেকে এসেছেন। এক বছর আগে তাঁদের ট্রান্সফার অর্ডার আসলেও এখনো পর্যন্ত রিলিজ অর্ডার দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন…মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ‘জয় শ্রী রাম’, গ্রেফতার ৭
অভিযোগের নিশানা হাসপাতালের সুপার সায়ন দাসের বিরুদ্ধে। অন্যদিকে, সায়ন দাস জানিয়েছেন, করোনার কারনে রিলিজ দিতে দেড়ি হলেও খুব শিগ্রহি রিলিজ পেয়ে যাবেন নার্সর।