নুসরাতের (Nusrat) সন্তান জন্মের খবর ভুয়া, বললেন যশ

নুসরাতের (Nusrat) সন্তান জন্মের খবর ভুয়া, বললেন যশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Nusrat
নুসরাতের (Nusrat) সন্তান জন্মের খবর ভুয়া, বললেন  যশ
ছবি সংগ্রহে সাইন টিভি

 

নুসরতকে (Nusrat)  যাঁরা কাছ থেকে চেনেন, তাঁরা জানেন, প্রকৃত অর্থেই স্বাধীনচেতা মানুষ তিনি। তিনি নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন।  ২০১১ সালের ৩ জুন, এই দিনেই রুপোলি পর্দার হাত ধরে পথ চলা শুরু করেন অভিনেত্রী নুসরত জাহান। দশ বছর আগে পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে, জিতের নায়িকা হিসাবে টলিগঞ্জে আত্মপ্রকাশ হয়েছিল নুসরতের(Nusrat) ।

 

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। এখন তিনি টলিউডের সফল অভিনেত্রীর পাশাপাশি বসিরহাটের সাংসদ।সম্প্রতি নুসরতের (Nusrat)  জীবন নিয়ে নানান কাঁটাছেঁড়া শুরু হয়েছে।  তবে কে কিভাবে ট্রোলড করলো সে সব নিয়ে কিছু ভাবেননা তিনি।

 

চলতি মাসের শেষের দিকে সন্তানের জন্ম দেবেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। এক সপ্তাহ আগে এমন খবরই চাউর হয়েছিল। এরই মধ্যে আজ সকালে হঠাৎ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, সন্তান জন্মদানের জন্য বুধবার (২৫ আগস্ট) কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরাত। কিন্তু সেই খবরকে ভুয়া বললেন নুসরাতের (Nusrat)  বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত।

 

আর ও পড়ুন – অসামাজিক কাজকর্মের আখড়া চাঁচলের অর্ধসমাপ্ত স্টেডিয়াম (Stadium), অভিযোগ বাসিন্দাদের

 

নুসরাত তাঁর চিকিৎসকের কাছে দাবি করেছিলেন, সন্তান জন্মানোর সময় যশ যেন তার পাশে থাকেন। তবে যশ কি নুসরাতের সঙ্গে ওই সময়ে থাকবেন? সে বিষয়ে অবশ্য এখনই কিছু বলেননি।

 

বুধবার নতুন ছবি ‘চিনে বাদাম’-এর মহরতে গণমাধ্যমের মুখোমুখি হন যশ। সঙ্গে ছিলেন এনা সাহা। সেখানেই নুসরাতের সন্তান জন্মের খবর নিয়ে মুখ খুললেন যশ।  এদিকে মঙ্গলবার একসঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন নুসরাত ও যশ।

 

দুই তারকা একসঙ্গে নিজেদের ছবি না দিলেও নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একই রেস্তোরাঁর ভিডিও আপলোড দিয়েছেন। সেখানে একই রাধুনীকে খাবার তৈরি করতে দেখা গেছে।  আপাতত যশ দাশগুপ্তর সঙ্গেই বসবাস করছেন নুসরাত। একই লোকেশনে ছবি দেওয়া, যশের পোষ্যের সঙ্গে নুসরাতের সেলফি তারই প্রমাণ।

 

 

২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। কিছুদিন আগে নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি। এর কিছুদিন পর নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসে। কিন্তু নিখিল দাবি করেন এ সন্তানের বাবা তিনি নন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top