হাসপাতাল থেকে চার দিনের ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী, সাংসদ নুসরত জাহান। সেই সময়ে নুসরতের ( Nusrat ) সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাসগুপ্ত। তাঁর কোলেই ছোট্ট ঈশান । নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এলেন। দেখা যায় অভিনেতা যশ কাছছাড়া করছেন না মা, ছেলেকে । রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল মা নুসরতের ( Nusrat ) । কিন্তু আরও একদিন থেকে ছেলের দেখভালের জন্য চিকিৎসকের কাছে আর্জি জানিয়েছিলেন নুসরত। আর নুসরতের আর্জি মেনেই একদিন বেশী সময় হাসপাতালে থেকে যান তিনি।
হাসপাতাল সুত্রে জানা যায় , রবিবার নুসরত ও তাঁর সন্তানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ক্যালসিয়াম, বিলিরুবিন, থাইরয়েড সহ বেশ কিছু শারীরিক পরীক্ষার রিপোর্ট ঠিক আসার পরেই মা এবং সন্তানকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল।
আর ও পড়ুন বিশ্বভারতীতে ( Visvabharati ) নিরাপত্তা কর্মীদের সাথে প্রবল ধস্তাধস্তি পড়ুয়াদের
তবে অভিনেত্রীর ইচ্ছেতেই আরও একদিন হাসপাতালে রাখা হয় তাঁদের। জন্মের সময় শিশুর ওজন ছিল ২.৯ কেজি। সদ্যোজাতকে নার্সারিতে না রেখে নিজের বেডেই রেখেছিলেন তিনি।
উল্লেখ্য, গত বুধবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন নুসরত জাহান। বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। প্রতিটি মুহূর্তেই ছায়াসঙ্গী ছিলেন অভিনেতা যশ।
আর ও পড়ুন প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব ( Buddhadeb ) গুহ
এদিন হাসপাতাল থেকে নুসরত ছাড়া পাওয়ার পর দেখা যায় দেখা যায় অভিনেতা যশ কাছছাড়া করছেন না মা, ছেলেকে। রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল মা নুসরতের। কিন্তু আরও একদিন থেকে ছেলের দেখভালের জন্য চিকিৎসকের কাছে আর্জি জানিয়েছিলেন নুসরত। আর নুসরতের ( Nusrat ) আর্জি মেনেই একদিন বেশী সময় হাসপাতালে থেকে যান তিনি।
রবিবার নুসরত ও তাঁর সন্তানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ক্যালসিয়াম, বিলিরুবিন, থাইরয়েড সহ বেশ কিছু শারীরিক পরীক্ষার রিপোর্ট ঠিক আসার পরেই মা এবং সন্তানকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। অভিনেত্রীর ইচ্ছেতেই আরও একদিন হাসপাতালে রাখা হয় তাঁদের।
জন্মের সময় শিশুর ওজন ছিল ২.৯ কেজি। হাসপাতাল থেকে চার দিনের ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী, সাংসদ নুসরত জাহান। সেই সময়ে নুসরতের সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাসগুপ্ত। তাঁর কোলেই ছোট্ট ঈশান ।