Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
LIC  পলিসিতে বিনিয়োগ করে যেকোনও ব্যক্তি

LIC  পলিসিতে বিনিয়োগ করে যেকোনও ব্যক্তি লক্ষ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন।

LIC  পলিসিতে বিনিয়োগ করে যেকোনও ব্যক্তি লক্ষ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

LIC  পলিসিতে বিনিয়োগ করে যেকোনও ব্যক্তি লক্ষ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন।মাত্র ১০ লক্ষ টাকা বিনিয়োগেই হবেন কোটিপতি, LIC-র এই দুর্দান্ত স্কিমের সম্বন্ধে জানুন ,LIC ধনবর্ষাতে ১০ লক্ষ টাকা প্রিমিয়াম দিয়ে ১ কোটি টাকা আয় করতে পারেন বিনিয়োগকারীরা। এছাড়া রয়েছে মৃত্যুকালীন সুবিধাও।নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ইনস্যুরেন্স কেনা বুদ্ধিমানের কাজ। রাষ্ট্রায়ত্ত সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া এরকম একাধিক পলিসি অফার করে থাকে গ্রাহকদের জন্য। এইসব পলিসির মধ্যে অন্যতম হল এলআইসি ধন বর্ষা প্ল্যান নম্বর ৮৬৬।

 

 

যোগ্যতা:

১৫ বছরের জন্য এই পলিসি করার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ৩ বছর। ১০ বছরের মেয়াদের এই পলিসির জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ৮ বছর।

অপশন ১ এর জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৬০ বছর আর দ্বিতীয় অপশনের জন্য পলিসিধারীর বয়স হতে হবে ৪০ বছর।

এই পলিসিতে পেমেন্ট দিতে হবে সিঙ্গেল প্রিমিয়াম পেমেন্টের মাধ্যমে।

দুটি বিকল্পের জন্য রিটার্ন ক্যালকুলেটর:

অপশন ১ অনুযায়ী ৩০ বছর বয়সী কোনও ব্যক্তি যদি এককালীন প্রিমিয়াম ৮,৮৬,৭৫০ টাকা (৯,২৬,৬৫৪ টাকা অতিরিক্ত জিএসটি সহ) দিয়ে থাকেন তবে বিমার পরিমাণ ১১,০৮,৭৫০ টাকা। ১৫ বছরের মেয়াদের সঙ্গে একটি মেয়াদী বিমা পলিসি বেছে নিলে মেয়াদ পূর্তির সময় তিনি ২১,২৫,০০০ টাকা পাবেন। তবে পলিসিধারী যদি প্রথম বছরেই মারা যান তাহলে মনোনীত ব্যক্তি ১১,৮৩,৪৩৮ টাকা পাবেন। যদি তাঁরা পঞ্চদশ বছরে মারা যান তবে তাঁরা ২২,৩৩,৪৩৮ টাকা পাবেন।

দ্বিতীয় অপশন অনুযায়ী ৮,৩৪,৬৪২ টাকা বিনিয়োগ করলে পলিসির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ১০,০০,০০০ টাকা পাবেন বিনিয়োগকারীরা এবং পলিসিধারীর মৃত্যু হলে ৭৯,৮৭,০০০ টাকা পাবেন মনোনীত ব্যক্তিরা।

 

এই পলিসিতে মৃত্যুকালীন সুবিধা:

এই পলিসির মেয়াদ শেষের আগেই গ্রাহকের মৃত্যু হলে এই পলিসির মোতাবেক নমিনি মৃত্যুকালীন সুবিধা পাবেন। “মৃত্যুর উপর বিমাকৃত পরিমাণ” এবং অর্জিত গ্যারান্টিযুক্ত সংযোজনগুলি দেওয়া হবে। পলিসিহোল্ডারের দ্বারা নির্বাচিত বিকল্প অনুসারে, “মৃত্যুর পর বিমার পরিমাণ” নিম্নরূপ হবে:

বিকল্প ১ : বেসিক পরিমাণের ১.১৫ গুণ প্রিমিয়াম

বিকল্প২ : বেসিক পরিমাণের ১০ গুণ প্রিমিয়াম

 

আরও পড়ুন –  ১৬ লক্ষ টাকার জুতো চুরি করে গ্রেফতার এক লরি-চালক

ক্যালকুলেশন দেখুন:

গ্রাহক যদি প্রথম বিকল্পটি বেছে নেন তবে জমা করা প্রিমিয়ামের ১.২৫ গুণ টাকা ফেরত পাবেন। যদি কোনও ব্যক্তি ১০ লক্ষ টাকার একক প্রিমিয়াম দিয়ে থাকেন, তবে তিনি মারা যাওয়ার সময় মনোনীত ব্যক্তি গ্যারান্টিযুক্ত অতিরিক্ত বোনাস ছাড়াও ১২.৫ লক্ষ টাকা পাবেন।

গ্রাহক দ্বিতীয় বিকল্পটি বেছে নিলে জমা করা প্রিমিয়ামের ১০ গুণ টাকা পাবেন। উদাহরণস্বরূপ, যদি কোনও ক্লায়েন্ট ১০ লক্ষ টাকার একক প্রিমিয়াম প্রদান করে থাকেন তবে তাঁর মনোনীত ব্যক্তি অকাল মৃত্যুর ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত বোনাস সহ ১ কোটি টাকা পাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top