নতুন বছরের প্রথম দিনে মালদহ জেলা জুড়ে আনন্দ উৎসব। নতুন বছরের প্রথম দিন রবিবার। স্বাভাবিকভাবেই নতুন বছর কে বরন করে নিয়ে বহু মানুষ বর্ষ বরণের এই দিনটিকে উপভোগ করতে সকলেই আত্মীয় পরিজনদের নিয়ে পিকনিকে মেতে উঠেছে । এরমধ্যে রয়েছে ৮ থেকে ৮০ সকলেই। এছাড়াও বহু মানুষ বছরের প্রথম দিনটিতে বেরিয়ে পড়েছে শুকনো খাবার নিয়ে আনন্দ উৎসবে শামিল হবার জন্য। মালদহ জেলায় সবচেয়ে বেশি ভীড় চোখে পড়েছে পর্যটন কেন্দ্র গৌড়, আদিনায়।
এ ছাড়াও পিকনিক স্পট সাগরদিঘি থেকে কাজলদিঘি সর্বত্রই ভিড়ে জমজমাট। গত দুবছর করোনার কারনে পিকনিকের গরিমা কিছুটা স্তিমিত ছিল। এবারে মানুষ বাঁধনহারা উল্লাসে মেতে উঠেছে। জেলার অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা। তাই বেশিরভাগ মানুষই আদিনা অভিমুখে। কারন এর একদিকে ঐতিহাসিক আদিনা মসজিদ, অন্যদিকে, আদিনা ইকোপার্ক, আর আদিনা ফরেস্ট ও মিনি জু। সবমিলিয়ে বেলা যত বাড়ছে ততই ভিড় বাড়ছে আদিনায়। পাশাপাশি বেশ কিছু পর্যটক আর পিকনিকপ্রেমীরা ভিড় করেছে প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে।
আরও পড়ুন – ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বার্লিন থেকে নেতাজী কন্যার ভার্চুয়াল বক্তৃতা
এখানে আম বাগানে, পুকুরের ধারে চলছে পিকনিকের আসর। নাচ গানে মেতে আনন্দ উপভোগ করতে দেখা গেছে বহু লোককে। মালদহের সাগরদিঘি, কাজল দিঘির মতো পিকনিক স্পট গুলিতেও মানুষের ভিড়। পুকুর আর আম বাগানে ঘেরা এই দুই এলাকায় পিকনিকের পক্ষে অন্যতম আদর্শ স্থান। সকালের দিকে ঘন কুয়াশা কুয়াশাচ্ছন্ন থাকায় মানুষ কিছুটা কম বেরিয়েছে।
আরও পড়ুন – কোচবিহার বইমেলায় উপচে পড়া ভিড়
কিন্তু বেলা যতো গড়িয়েছে ততই মানুষের ভিড় বেশি বেশি করে চোখে পড়েছে। এছাড়াও পুরাতন মালদহ থেকে ইংরেজবাজারের একাধিক পরিষ্কার পরিচ্ছন্ন পার্কগুলিতেও পিকনিক, আনন্দ উল্লাসের ছবি ধরা পড়েছে। পাশাপাশি পুরাতন মালদহে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ওয়াটার পার্কেও একাধিক পিকনিকের দলকে দেখা গেছে। আনন্দ উল্লাস ছাড়াও অন্য চিত্র দেখা গেছে, এদিন মালদহ সদরের মনস্কামনা কালীবাড়িতে পুজো দিতে ভক্তদের ভিড় ছিল প্রচন্ড। এছাড়াও এদিন সকাল থেকে অনেকে ভিড় জমিয়েছিলেন মালদহের রামকৃষ্ণ মিশনে। মালদহের মনস্কামনা কালীবাড়িতেও ভিড় ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনে মালদহ জেলা জুড়ে আনন্দ উৎসব। নতুন বছরের প্রথম দিন রবিবার। স্বাভাবিকভাবেই নতুন বছর কে বরন করে নিয়ে বহু মানুষ বর্ষ বরণের এই দিনটিকে উপভোগ করতে সকলেই আত্মীয় পরিজনদের নিয়ে পিকনিকে মেতে উঠেছে । এরমধ্যে রয়েছে ৮ থেকে ৮০ সকলেই। এছাড়াও বহু মানুষ বছরের প্রথম দিনটিতে বেরিয়ে পড়েছে শুকনো খাবার নিয়ে আনন্দ উৎসবে শামিল হবার জন্য। মালদহ জেলায় সবচেয়ে বেশি ভীড় চোখে পড়েছে পর্যটন কেন্দ্র গৌড়, আদিনায়।