নিউজ ডেস্ক, ১ অক্টোবর,২০২০: রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে দেড় কিলো চরস উদ্ধার করা হয়েছে। এমনটাই জানিয়েছে এন সি বি। তার জেরে হয়তো রিয়ার ১০ বছরের জেলও হতে পারে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সিবিআই তদন্তে নেমেছে। সেই জেরা থেকেই মাদক চক্রে গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিককে।
এন সি বি। জানিয়েছে সুশান্তের মৃত্যুর তদন্ত তাঁরা করছে না। সুশান্তের মৃত্যুর তদন্ত করছে সিবিআই । রিয়া ও শৌভিক দু’জনেই মাদকচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা টাকা পয়সা দিয়েও সাহায্য করতেন। এই অপরাধে রিয়া ও শৌভিকের ১০ বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানিয়েছে এনসিবি।উল্লেখ্য, সুশান্তের ফার্ম হাউস থেকেও বেশ কিছু মাদকযোগের সঙ্গে যুক্ত তথ্য পাওয়া গেছে। সারা আলি খানের সঙ্গেও কিছুদিনের জন্য সম্পর্কে ছিলেন সুশান্ত। সারা জানিয়েছেন, তিনি সুশান্তের ফার্ম হাউসে গেলেও, কখনও মাদক নেননি। আপাতত সারা, শ্রদ্ধাকে ছেড়ে দেওয়া হলেও জেল হেফাজতেই আছেন রিয়া ও তাঁর ভাই।
১০ বছরের জেল হওয়ার সম্ভবনা রিয়ার, বাড়ি থেকে উদ্ধার দেড় কিলো চরস
১০ বছরের জেল হওয়ার সম্ভবনা রিয়ার, বাড়ি থেকে উদ্ধার দেড় কিলো চরস
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram