নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা : বারাসাত পান্নাঝিলের বাসিন্দা স্বপ্না রায় ও তার মেয়ে ব্যারাকপুর রোড ধরে কলোনী মোড় আসার সময় পিছন থেকে একটি বাইকে করে ২ দুষ্কৃত তাঁর গলার চেন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । পিছনে তাঁর পরিবারের অন্য সদস্য তা দেখতে পেয়ে ওই দুষ্কৃতদের পিছু নেয় । কিছুটা গিয়ে বারাসাত শাল বাগান এলাকায় ওই দুষ্কৃতদের মধ্যে এক জনকে ধরে ফেলে ওই যুবক অপর জন অন্যদিকে পালিয়ে যায় । এই পর বারাসাত থানায় খবর দিলে পুলিশ গিয়ে রাজু আলী নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে । আটক ব্যক্তিকে জিজ্ঞাবাদ করে জানা যায় পলাতক অপর ব্যক্তির নাম শম্ভু আলি টিটাগরের বাসিন্দা । একটি গাড়িও আটক করেছে পুলিশ । অপর ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে বারাসাত থানার পুলিশ ।
বারাসাত ব্যারাকপুর রোডে গলার চেন ছিনতাই করে পালানোর পথে আটক এক ,পলাতক এক
বারাসাত ব্যারাকপুর রোডে গলার চেন ছিনতাই করে পালানোর পথে আটক এক ,পলাতক এক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram