পিকনিক করতে যাওয়ার পথে পদ দুর্ঘটনায় মৃত এক। আহত চার। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলো অটো। ঘটনায় মৃত্যু হল এক জনের। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন চার জন। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে অযোধ্যাপাহাড়ে যাওয়ার পথে পুরুলিয়া শিরকাবাদ গ্রামের কাছের।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগিয়েছে, এদিন একটি অটোতে করে অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে যাচ্ছিলেন জয়পুর থানার পিঁপড়া ট্যাঁড় গ্রামের বেশ কিছু বাসিন্দা। ওই অটোতে পুরুষ, মহিলা বাচ্চা মিলে ১৪ জন ছিলেন। যাওয়ার পথে শিরকাবাদ গ্রামের অদুরে দুর্ঘটনায় কবলে পড়ে অটোটি। নিয়ন্ত্রণ হারিয়ে অটো উল্টে যায়। ঘটনায় গুরুতর জখম হন অটোতে থাকে বেশ কয়েকজন।
তাদেরকে উদ্ধার করে প্রথমে আড়ষা সিরকাবাই ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পিঁপড়া ট্যাড় গ্রামের উমাকান্ড মুদি(৩৮) কে চিকিৎসকেররা মৃত বলে ঘোষনা করেন। ঘটনায় চার জনকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনায় গাড়ীটিকে আটক করেছে আড়ষ থানার পুলিশ।
আরও পড়ুন – পঞ্চায়েত ( Panchayats ), টিকিট মহার্ঘ, জ্বলছে আগুন, অভিষেক তৎপর, আইপাকের বড় দায়িত্ব
উল্লেখ্য, পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলো অটো। ঘটনায় মৃত্যু হল এক জনের। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন চার জন। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে অযোধ্যাপাহাড়ে যাওয়ার পথে পুরুলিয়া শিরকাবাদ গ্রামের কাছের। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগিয়েছে, এদিন একটি অটোতে করে অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে যাচ্ছিলেন জয়পুর থানার পিঁপড়া ট্যাঁড় গ্রামের বেশ কিছু বাসিন্দা। ওই অটোতে পুরুষ, মহিলা বাচ্চা মিলে ১৪ জন ছিলেন।
যাওয়ার পথে শিরকাবাদ গ্রামের অদুরে দুর্ঘটনায় কবলে পড়ে অটোটি। নিয়ন্ত্রণ হারিয়ে অটো উল্টে যায়। ঘটনায় গুরুতর জখম হন অটোতে থাকে বেশ কয়েকজন। তাদেরকে উদ্ধার করে প্রথমে আড়ষা সিরকাবাই ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পিঁপড়া ট্যাড় গ্রামের উমাকান্ড মুদি(৩৮) কে চিকিৎসকেররা মৃত বলে ঘোষনা করেন। ঘটনায় চার জনকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনায় গাড়ীটিকে আটক করেছে আড়ষ থানার পুলিশ।



















