Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
মন্দারমনির সৈকতে ভেসে এল ডলফিন,

মন্দারমনির সৈকতে ভেসে এল ডলফিন, পর্যটকদের ছবি তোলার হিড়িক পড়ে যায়

মন্দারমনির সৈকতে ভেসে এল ডলফিন, পর্যটকদের ছবি তোলার হিড়িক পড়ে যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মন্দারমনির সৈকতে ভেসে এল ডলফিন, বৃহস্পতিবার সকালে মান্দারমনিতে সৈকত উপস্থিত পর্যটকদের জন্য বাড়তি পাওনা রইল একটি ডলফিন। মন্দারমনিতে সৈকত থেকে সামান্য দূরে একটি ডলফিনকে আহত অবস্থায় ভাসতে দেখেছিলেন মৎস্যজীবীরা। ডলফিনটির পাখনার কিছু অংশ কাটা ঠিল।প্রাথমিকভাবে মৎস্যজীবীদের অনুমান, ডলফিনটি আহত হওয়ায় ট্রলার ও জাহাজের ধাক্কা খেয়ে তা মন্দারমনির দিকে ভেসে আসে। ডলফিনটিকে দেখতে পেয়েই তড়িঘড়ি খবর দেওয়া হয় মন্দারমনি থানায়। পুলিশ ডলফিনটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিয়েছে। মৎস্যজীবীরা জানান, তাঁদের কয়েকজনের নজরে প্রথম এসেছিল ডলফিনটি। সেই সময় তা আহত ছিল এবং জীবিত ছিল। রপর তড়িঘড়ি তাঁরা পুলিশে খবর দেন। তৎক্ষনাৎ ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয় বনদফতরেও।

 

 

 

 

 

 

 

ডলফিনটিকে দেখতে ভিড় করেন পর্যটকরা। দিঘার পাশাপাশি এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত হল মন্দারমনি। সেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করেন। সপ্তাহের শেষে মূলত পর্যটকদের একটি বড় ভিড় সৈকতে দেখা যায়। বৃহস্পতিবার সকালে ডলফিন উদ্ধারের খবর মুখে মুখে ছড়িয়ে পড়ে। এরপরেই সেখানে ভিড় জমান পর্যটকরা। যদিও ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ। কাউকে ডলফিনটির গায়ে হাত দিতে দেওয়া হয়নি। তবে ছবি তোলার হিড়িক পড়ে যায়।

 

 

 

 

আরও পড়ুন –  নন্দিনী চক্রবর্তীকে রাজ্য পর্যটন নিগমের শীর্ষপদ থেকে সরাল নবান্ন, কে পেলেন এই…

 

 

 

 

ডলফিনের বাস গভীর সমুদ্রে। সেক্ষেত্রে সমুদ্রের কিনারাতে তাদের পাওয়া একেবারে বিরল ঘটনা বলেই মত অভিজ্ঞ মহলের। তাই মন্দারমনিতে ডলফিন উদ্ধারের ঘটনায় চিন্তিত সমুদ্র বিজ্ঞানীরা।

 

 

 

 

 

বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, “দূষণের জন্য এই ধরনের ঘটনা মূলত দেখা যায়। কখনও সখবও কিছু ডলফিন দূষণের কারণে দলছুট হয়ে যায়। পাশাপাশি গভীর সমুদ্রে ট্রলারদের যাতায়াত বেড়েছে। সেক্ষেত্রে ডলফিন এবং শুশুকগুলি অনেক সময় দলছুট হয়ে উপকূলে ভেসে আসছে।”

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top