নিজস্ব সংবাদদাতা ২৪ নভেম্বর ২০২০: পরিচারিকা সেজে একের পর এক বাড়িতে চুরির অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে।অভিযোগ পেয়ে কাশীপুর থানার পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করেছে।
ধৃতের কাছ থেকে কয়েক লক্ষ টাকার গয়না ও বাসনপত্র উদ্ধার করেছে পুলিশ।সূত্রের খবর, ধৃতের নাম আসমা বিবি ওরফে টুকি, তার বাড়ি উত্তর ২৪ পরগণার হাড়োয়া থানা এলাকায়।কাশীপুর থানার শ্যামনগর বিশ্বাস পাড়ায় আসমা সপরিবারে ঘর ভাড়া নিয়ে থাকত।মঙ্গলবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।ধৃতকে জিঞ্জাসাবাদ করে এই ঘটনার তদন্তে অগ্রগতি চালাবে পুলিশ।
আরও পড়ুন…কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে শিলিগুড়িতে সিটুর বিক্ষোভ মিছিল
ধৃতের কাছ থেকে ৩২ গ্রাম সোনার গয়না ও ১৮৬ গ্রাম রুপার গয়না উদ্ধার হয়েছে।