নিজস্ব সংবাদ্দাতা ৩০ ডিসেম্বর ২০২০ মুর্শিদাবাদ: কান্দি থানা আহারিনগর এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলির আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম সুকু শেখ।
তিনি বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রের খবর, কাজ সেরে বাড়ি ফেরার সময় আহারিনগর এলাকায় বেশ কিছু দুষ্কৃতী চড়াও হয় সুকু শেখ এর ওপর। তাঁদের ছোড়া গুলি ও বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি। ঘটনা স্থানীয়দের নজরে আসতেই দুষ্কৃতিরা পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন সুকু শেখ। আহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।
আরও পড়ুন…করোনা ভাইরাসের পর এবার নতুন ভাইরাস স্ট্রেইনের আতঙ্কে মানুষ