‘সারদাকাণ্ডে’ মমতার নাম উল্লেখ করে সিবিআইকে চিঠি শুভেন্দুর,

‘সারদাকাণ্ডে’ মমতার নাম উল্লেখ করে সিবিআইকে চিঠি শুভেন্দুর,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘সারদাকাণ্ডে’ মমতার নাম উল্লেখ করে সিবিআইকে চিঠি শুভেন্দুর, আগেই বলেছিলেন চিঠি দিচ্ছেন সিবিআইকে (CBI)। সেইমতো এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই চিঠিতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম উল্লেখ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা থেকে কেন বিরত রাখা হয়েছে, চিঠিতে প্রশ্ন তোলেন শুভেন্দু (Suvendu Adhikari)। একইসঙ্গে সারদাকাণ্ডে এক সময় বিচারাধীন বন্দি হিসাবে জেলে থাকা কুণাল ঘোষকেও ফের জিজ্ঞাসাবাদ করা হোক, দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে সেই চিঠি শেয়ার করে এই খবর জানিয়েছেন নিজেই। শুভেন্দু টুইটারে লেখেন, ‘আমার পূর্ব ঘোষণা মতোই আজ আমি সিবিআই ডিরেক্টরকে ইমেল করেছি। সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য, ডেটার সফট কপিও পাঠিয়েছি। যেগুলিকে প্রমাণ হিসাবে গণ্য করা যেতে পারে।”

 

 

 

 

২০ জুলাই সেই চিঠি তিনি লেখেন। শুভেন্দু টুইটারে লেখেন, ‘আমার পূর্ব ঘোষণা মতোই আজ আমি সিবিআই ডিরেক্টরকে ইমেল করেছি। সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য, ডেটার সফট কপিও পাঠিয়েছি। যেগুলিকে প্রমাণ হিসাবে গণ্য করা যেতে পারে। যে তদন্ত চলছে তাতে সহযোগিতা করতে পারে এসব প্রমাণ। আমার আশা এবং বিশ্বাস সেইসব লাখো মানুষের উপকার হবে, যারা সারদা কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিচারের জন্য লড়াই করছেন।’

 

 

 

 

আরও পড়ুন –  মণিপুরে মহিলাদের লাঞ্ছনার ঘটনা টুইট করে ক্ষোভ প্রকাশ করলেন মমতা

 

 

 

শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সারদার মূল সুবিধাভোক্তা। একইসঙ্গে তিনি বলেন, কুণাল ঘোষ সারদা মামলায় সিবিআই হেফাজতে থাকাকালীন বারবার সে কথা বলেছেন। সোমবার বিধানসভার গেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেছিলেন, আগামী দু’ তিনদিনের মধ্যে সারদাকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগসাজশ বিষয়ে তথ্য প্রমাণ দিয়ে সিবিআইকে অভিযোগ করবেন। সিবিআই ডিরেক্টরকে চিঠি দেবেন বলেও জানিয়েছিলেন।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top