Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বিরোধী মহাজোট ‘INDIA’-র পার্টি অফিস হবে দিল্লিতে,

বিরোধী মহাজোট ‘INDIA’-র পার্টি অফিস হবে দিল্লিতে, কো-অর্ডিনেশন কমিটি তৈরি হবে

বিরোধী মহাজোট ‘INDIA’-র পার্টি অফিস হবে দিল্লিতে, কো-অর্ডিনেশন কমিটি তৈরি হবে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিরোধী মহাজোট ‘INDIA’-র পার্টি অফিস হবে দিল্লিতে, কো-অর্ডিনেশন কমিটি তৈরি হবে ,বিরোধীদের এই মহাজোটের কাজকর্মের জন্য একটি অফিসও তৈরি করা হবে। সব দলের সুবিধার জন্য, জোটের ‘পার্টি অফিস’ হবে রাজধানী দিল্লিতে। এই অফিস থেকে বিরোধী জোটের ক্যাম্পেন ম্যানেজমেন্টের কাজ চলবে।  চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হল নতুন বিরোধী জোট। পোশাকি নাম দেওয়া হল ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘ইন্ডিয়া’। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীদের বৈঠক শেষে মল্লিকার্জুন খাড়্গে জানালেন, পরবর্তী বৈঠক হবে মুম্বইয়ে। বৈঠকের দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে। মহারাষ্ট্রের ওই ১১ সদস্যের এক কো-অর্ডিনেশন কমিটিও তৈরি করা হবে। পাশাপাশি বিরোধীদের এই মহাজোটের কাজকর্মের জন্য একটি অফিসও তৈরি করা হবে। সব দলের সুবিধার জন্য, জোটের ‘পার্টি অফিস’ হবে রাজধানী দিল্লিতে। এই অফিস থেকে বিরোধী জোটের ক্যাম্পেন ম্যানেজমেন্টের কাজ চলবে।

 

 

 

 

 

 

 

আজ বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দল এক ছাতার তলায় এসেছে। সেখানে এনডিএ বৈঠক করছে ৩৮টি দল নিয়ে। জাতীয় রাজনীতিতে আজ যেন শক্তি প্রদর্শনের পালা চলছে। সেই নিয়েও খোঁচা দিয়েছেন মল্লিকার্জুন খাড়্গে। বলেছেন, ‘মোদী ৩৮টি দল নিয়ে বৈঠক ডেকেছেন। জানি না, সেগুলি আদৌ এতগুলি দল সেখানে আছে কি না, বা সেগুলি নির্বাচন কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত দল কি না।’

 

 

 

 

আরও পড়ুন –  বিরোধী জোটের নয়া নাম ‘INDIA’? ডেরেকের টুইটে বিরোধী জোটের নতুন নাম নিয়ে…

 

 

 

 

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির এনডিএ জোটের বিরুদ্ধে লড়াইয়ে নামবে বিরোধীদের নয়া জোট। আজ বিরোধীদের বৈঠক শেষে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘বিজেপি চাইছে দেশকে এবং দেশের সংবিধানকে ধ্বংস করে দিতে। সমস্ত প্রতিষ্ঠানকে বিরোধী নেতাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত খারাপ।’ একইসঙ্গে তোপ দাগেন দিল্লিতে এনডিএ-র বৈঠক নিয়েও।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top