বিরোধী জোটের নয়া নাম ‘INDIA’? ডেরেকের টুইটে বিরোধী জোটের নতুন নাম নিয়ে চর্চা, চব্বিশের রণকৌশল তৈরি করতে বিরোধী দলগুলিকে এককাট্টা করার চেষ্টা চলছে বেঙ্গালুরুতে। ২৬টি বিরোধী রাজনৈতিক দল বৈঠকে বসেছে। জানা যাচ্ছে, ইউপিএ-র নাম বদলে নতুন কোনও নাম রাখা হতে পারে বিরোধীদের এই মহাজোটের। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চাননি জোটের নামে কোনও ‘ফ্রন্ট’ থাকুক। শেষ পর্যন্ত সূত্র মারফত যা জানা যাচ্ছে, বিরোধীদের জোটের নাম দেওয়া হতে পারে, ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘ইন্ডিয়া’। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে লড়াই করবে ‘ইন্ডিয়া’।
সূত্রের খবর, বিরোধী বৈঠকে ইউপিএ-র বদলে নতুন নাম নিয়ে আলোচনার সময়ে চার-পাঁচটি নাম উঠে এসেছিল। তৃণমূলের তরফে সেখানে প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে জোটের নামের মধ্য ‘ফ্রন্ট’ শব্দটি না থাকে। এদিকে বৈঠকের মাঝেই টুইট করেছেন তৃণমূলের রাজ্য়সভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। লিখেছেন, ‘চক দে ইন্ডিয়া।’
আরও পড়ুন – ‘ভাল এবং ফলপ্রসূ বৈঠক’, মমতার কথা টুইট করল কংগ্রেস, কি বললেন তৃণমূল…
সূত্র মারফত জানা যাচ্ছে, বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকে একাধিক নাম নিয়ে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত এই ‘ইন্ডিয়া’ নামটি নিয়েই জোরদার চর্চা হচ্ছে। যদি খুব বেশি বদল না হয়, তাহলে জোটের নামে এই ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ‘ইন্ডিয়া’-র উপরেই সিলমোহর পড়তে পারে বলে খবর। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশের বিরোধী দলগুলি এককাট্টা, সেই বার্তা দেওয়ার চেষ্টা জোটের নামকরণের মধ্যে। উল্লেখ্য, বিজেপির তরফে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয়তাবাদী স্লোগান তুলে ধরা হয় এবং ভোট রাজনীতিতে যথেষ্ট সাফল্যও পেয়েছে বিজেপি। সেই বিষয়টি মাথায় রেখে উল্টোদিক থেকে বিরোধীদের জোটের নামকরণে ‘ইন্ডিয়া’ (India) রাখার চেষ্টা বলে মনে করা হচ্ছে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )