Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
পটনায় বিরোধী বৈঠকে এককাট্টা হয়ে লড়াইয়ের অঙ্গীকার অ-BJP দলগুলির

পটনায় বিরোধী বৈঠকে এককাট্টা হয়ে লড়াইয়ের অঙ্গীকার অ-BJP রাজনৈতিক দলগুলির, কী মন্তব্য মমতা-রাহুলের?

পটনায় বিরোধী বৈঠকে এককাট্টা হয়ে লড়াইয়ের অঙ্গীকার অ-BJP রাজনৈতিক দলগুলির, কী মন্তব্য মমতা-রাহুলের?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পটনায় বিরোধী বৈঠকে এককাট্টা হয়ে লড়াইয়ের অঙ্গীকার অ-BJP রাজনৈতিক দলগুলির। কী মন্তব্য মমতা-রাহুলের? মিশন ২০২৪। সেই লক্ষ্যে পটনায় বিরোধীদের মেগা বৈঠকের আয়োজন হয়েছিল নীতীশ কুমারের উদ্যোগে। বৈঠকে যোগ দেন ১৫টি অ-BJP রাজনৈতিক দলের ৩০ জন প্রতিনিধি যোগদান করেন। মোদী সরকারকে উৎখাত করার লক্ষ্যে আগামীদিনে একসঙ্গে লোকসভা নির্বাচনে লড়াইয়ের অঙ্গীকার করা হয়েছে। এদিন এমনটাই জানান বিহারের মুখ্যমন্ত্রী।

 

 

 

 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১৭টি দলের প্রতিনিধি এই বৈঠকে যোগাদান করেন। শরদজি, লালুজির মতো বর্ষীয়ান রাজনৈতিক নেতারা এখানে এসেছেন। রাহুল, ইয়েচুরিজি, অখিলেশ সকলেই এসেছেন। পটনা থেকে শুরু হওয়া আন্দোলন গণআন্দোলনের রূপ নেয়। দিল্লিতে আমরা অনেক মিটিং করেছি কিন্তু ভালো ফল হয়নি। তাই পটনা থেকে শুভারম্ভ। আমরা সবাই এক। উই আর ইউনাইটেড। আমরা একসঙ্গে লড়ব। আমরা বিরোধী নয়, আমরাও দেশপ্রেমিক, আমরাও ভারতমাতা বলি। মণিপুর জ্বলছে, আমাদেরও কষ্ট হচ্ছে। BJP যেভাবে একনায়কতন্ত্র চালাচ্ছে, তা মেনে নেওয়া যাচ্ছে না। আমাদের রাজ্যে রাজভবনে জবরদখল করে সমান্তরাল সরকার চালাচ্ছে। আমাদের বিরুদ্ধে ইডি-সিবিআই-কে হাতিয়ার করা হচ্ছে। BJP-র সমস্ত অনৈতিক আইনের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করব। রক্ত ঝরলে ঝরুক। কিন্তু, মাথা নত করব না। বিহার থেকে ইতিহাস তৈরি হল।”

 

 

 

 

রাহুল গান্ধী বলেন, “ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোতে আক্রমণ করছে BJP। আমাদের প্রত্যেকের মতবাদ রক্ষা করেই আগামীদিনে একসঙ্গে BJP-র বিরুদ্ধে লড়াই করব। মহাজোট তৈরি হওয়ার একটি প্রক্রিয়া রয়েছে। তা ধীরে ধীরে সম্পন্ন হবে।”

 

 

 

 

মল্লিকার্জুন খাড়গে বলেন, “আরও একটি বৈঠকের প্রয়োজন রয়েছে। সেখানে আগামীদিনের অ্যাজেন্ডা নির্ধারণ করা হবে। সারা দেশের প্রতিনিধিরা এদিনের বৈঠকে যোগদান করেছেন। এটাই সাফল্য। রাহুল গান্ধী যেখানে যেখানে ভারত জোড়ো যাত্রা করেছেন, সেখান থেকেই অ-BJP প্রতিনিধিরা এসেছেন। তবে সব রাজ্যের রাজনৈতির সমীকরণ এক নয়। তাই এই নিয়ে আমাদের স্ট্র্যাটেজি করতে হবে। ১০ বা ১২ জুলাই আমরা একসঙ্গে আবার বসব।”

 

 

 

আরও পড়ুন –  ‘পটনায় বিরোধী নেতাদের ফোটোসেশন চলছে, খোঁচা শাহের

 

 

 

 

 

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে নীতীশ কুমার বলেন, “আগামীদিনে আমরা একসঙ্গে লড়াই করব। সর্বসম্মতিক্রমে তা ঠিক করা হয়েছে। সকলেই মনে করছেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করা বাঞ্ছনীয়। সকলেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আগামীদিনে আরও আলোচনা হবে। সিমলায় আরও একটি মেগা বৈঠক হবে বিরোধীদের। সেই বৈঠক ডাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top