নিউজ ডেস্ক ৩১ জুলাই ২০২১ : শুক্রবারই কোয়াটার ফাইনাল জিতে সেমিফাইনালে পা দিয়েছিলেন পি ভি সিন্ধু। সোনার জেতার আরো একধাপে এগিয়ে গিয়েছিলেন তিনি। শনিবারই ছিল তার সেমিফাইনাল।চায়নার তাই জু ইং ( Tai Tzu-ying ) এর বিপরীতে মাঠে নেমেছিলেন ভারতীয় ব্যাডমিন্টন পি ভি সিন্ধু।
কিন্তু ২০২১সালের সোনা জেতার লড়াই তার শেষ হল শনিবার। ১৮-২১, ১২- ২১ এর ব্যবধানে Tai Tzu-ying এর কাছে পরাজিত হলেন ভারতীয় ব্যাডমিন্টন পি ভি সিন্ধু ।
#TokyoOlympics: Indian shuttler PV Sindhu loses to Tai Tzu-ying of Chinese Taipei 18-21, 12-21 in women's singles semi-final, to play for bronze tomorrow pic.twitter.com/qaZFyMlhin
— ANI (@ANI) July 31, 2021
তবে এখানেই লড়াই শেষ নয়। এখনো ভারতকে ব্রোঞ্চ পাইয়ে দেওয়ার আশা ছাড়েন নি পি ভি সিন্ধু। রবিবার পি ভি সিন্ধু ব্রোঞ্চ জেতার জন্য মাঠে নামবেন চায়নার হি বিংজিয়াও ( He bingjiao ) বিপরীতে। এখন ভারতীয় ক্রীড়া প্রেমিকরা অপেক্ষায় রয়েছেন পি ভি সিন্ধুর ভারতকে ব্রোঞ্চ পদক জিতিয়ে দেওয়ার জন্য।
আরো পড়ুন …অলিম্পিকে রুপোর পদক জিতে দিল্লি ফিরলেন মিরাবাই চানুক, একঝলকে দেখে নিন সব ছবি
এর আগে এই বছর অলিম্পিক র প্রথম ভারতকে রুপোর পদক এনে দিয়েছেন ওয়েটলিফটিং এ মিরাবাই চানুক। এবার ভারতকে ব্রোঞ্চ এনে দেওয়ার পালা পি ভি সিন্ধুর। যদিও গো বারের অলিম্পিকে রুপোর পধক জিতেছিলেন পিভি সিন্ধু। কিন্তু এইবারের সেই ধাপ অডিও পৌঁছাতে পারলেন না পি ভি সিন্ধু। অজ্ঞতা তাকে ব্রোঞ্চ জেতার লড়াই এর দিকেই এগিয়ে যেতে হবে।