ইমরান খানের গ্রেফতারি বেআইনি, জানাল পাক সুপ্রিম কোর্ট,প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা PTI প্রধান ইমরান খানের গ্রেফতারি বেআইনি। ইমরান খান (Imran Khan)গ্রেফতার হওয়ার দু-দিনের মাথায় বৃহস্পতিবার এমনই রায় দিল পাকিস্তানের শীর্ষ আদালত (Supreme Court)। শুধু তাই নয়, ইমরানকে (Imran Khan) মুক্তি দেওয়ারও নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট (Supreme Court)। ইমরানের গ্রেফতারির ঘটনায় পাকিস্তানের শীর্ষ আদালতের আরও পর্যবেক্ষণ, ইমরান খানের (Imran Khan) সঙ্গে যেটা হয়েছে, সেটা ন্যায়বিচার নয়। তাই অবিলম্বে প্রাক্তন প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবারই ইসলামাবাদ আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয় ইমরানকে (Imran Khan) । বুধবার তাঁকে আদালতে হাজির করানো হয়। পাকিস্তানের দুর্নীতি দমন বিভাগ বা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) ইমরানের দশ দিনের হেফাজত চেয়েছিল। আদালত তাঁকে ৮ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। বুধবার আদালতে শুনানির সময় ইমরান (Imran Khan) বিচারককে জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় হেফাজতে তাঁর উপর অমানবিক অত্যাচার করা হয়েছে। তাঁকে শৌচাগারেও যেতে দেওয়া হয়নি।
আরও পড়ুন – কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে আবেদন অভিষেকের
আল কাদির ট্রাস্টের জমি সংক্রান্ত মামলায় গ্রেফতারির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন ইমরান (Imran Khan)। সেই মামলার শুনানিতেই সে দেশের প্রধান বিচারপতি উমর অটা বান্ডিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ইমরানকে এক ঘণ্টার মধ্যে আদালতে নিয়ে আসার নির্দেশ দেয়। এই মামলায় বৃহস্পতিবারই ‘উপযুক্ত’ রায় দেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি। সেই মামলাতেই ইমরানের গ্রেফতারিকে বেআইনি বলে জানিয়ে দিল আদালত। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন – প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের নিরাপত্তা ফেরাতে রাজ্য সময় বেঁধে দিল প্রধান বিচারপতির…
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )