মেয়াদ বাড়ল প্যান এবং আধারকার্ডের সংযুক্তিকরণে ,কতদিন অতিরিক্ত সময় পাওয়া গেল?

মেয়াদ বাড়ল প্যান এবং আধারকার্ডের সংযুক্তিকরণে ,কতদিন অতিরিক্ত সময় পাওয়া গেল?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মেয়াদ বাড়ল প্যান এবং আধারকার্ডের সংযুক্তিকরণে ,কতদিন অতিরিক্ত সময় পাওয়া গেল? জেনে নিন ,যদিও এর আগে কেন্দ্র জানিয়েছিল, ৩০ মার্চের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তা না হলে দিতে হবে মোটা টাকা জরিমানা। মঙ্গলবার অর্থাৎ আজ সেই মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্র জানিয়েছে এই কাজের জন্য আরও তিন মাস বেশি সময় পাওয়া যাবে অর্থাৎ আগামী ৩০ জুনের মধ্যে প্যান-আধার সংযুক্তির প্রক্রিয়া সম্পন্ন করলেই হবে।

 

 

 

 

 

আরও পড়ুন –  ফ্যাসাদে অনুব্রত ! আধার কার্ড নেই, তাই ফোনে কথা বলতে পারছেন না…

 

 

 

প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছিল আয়কর দফতরের তরফে। একজন ভারতীয় নাগরিকের অন্যতম এই দুই পরিচয়পত্র লিঙ্ক করার শেষ তারিখ ধার্য করা হয়েছিল ৩১ মার্চ। বলা হয়েছিল, যথাসময়ে সংযুক্তিকরণ না করলে ওই তারিখের পর থেকে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। ১ এপ্রিল থেকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকা প্যান কার্ড বৈধ থাকবে না বলেও জানিয়েছিল আয়কর দফতর। কিন্তু কেন্দ্রের সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সোমবার অর্থাৎ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) একটি চিঠি দেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। ঘটনাচক্রে সেই চিঠি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার প্যান-আধার সংযুক্তির মেয়াদবৃদ্ধি করা হয়েছে। মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্র জানিয়েছে এই কাজের জন্য আরও তিন মাস বেশি সময় পাওয়া যাবে। আগামী ৩০ জুনের মধ্যে প্যান-আধার সংযুক্তির প্রক্রিয়া সম্পন্ন করলেই হবে।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook Youtube পেজ এবং )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top