
ভাজপা এবং কংগ্রেসের দখলে থাকা পঞ্চায়েতে অনাস্থা এনে জেলার আরো দুটি গ্রাম পঞ্চায়েত (panchayat) দখল করল তৃণমূল l বুধবার ভাজপার দখলে থাকা পুরুলিয়ার পাড়া ব্লকের ভাঁওরিডি গ্রাম পঞ্চায়েত (panchayat) ও কংগ্রেসের দখলে থাকা ঝালদা ২ ব্লকের চিতমু গ্রাম পঞ্চায়েত (panchayat) দখল করলো তৃণমূল। বিজেপি ও কংগ্রেসের হাতছাড়া হলো আরো একটি করে গ্রাম পঞ্চায়েতে। বার বার অনাস্থা এনে বিজেপির দখলে থাকা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করায় চিন্তার ভাজ পড়েছে জেলা বিজেপিতে। প্রবল অস্বস্তিতে পড়ে ভাজপা নেতৃত্ব।
আর ও পড়ুন শিলিগুড়ির পর্যটনে বিশেষ আকর্ষণ বেঙ্গল সাফারিতে (Bengal Safari) ৪ বছরে ৭ টি বাঘ
জানা গিয়েছে, পাড়া ব্লকের ভাঁওরিডি গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১১ টি I পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে বিজেপি পায় পাচটি আসন। একই ভাবে তৃণমূল পায় পাঁচটি আসন । নির্দল পায় একটি আসন। নির্দল সদস্যকে নিয়ে ওই পঞ্চায়েতে বোর্ড গড়ে বিজেপি l
কিছুদিন পরেই এক বিজেপির সদস্যের মৃত্যু হয়। ও এক বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করে। ফলে তৃণমূলের আসন সংখ্যা হয় ছয়। বেশ কয়েকদিন আগে ওই প্রধানের বিরুদ্ধে অনাস্থার আবেদন জানায় তৃণমূল। অন্যদিকে ঝালদা দু’নম্বর ব্লকের চিতমু গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৩টি l গত পঞ্চায়েত নির্বাচনে পায় সাতটি আসন পায় কংগ্রেস l
আর ও পড়ুন বাংলা থেকে রাষ্ট্রপতি (President) পুরষ্কার পাচ্ছেন মালদহের প্রধান শিক্ষক
তিনটি আসন পায় তৃণমূল। সিপিএম একটি পায়। ও বিজেপি পায় দুটি আসন। পরে বিজেপি থেকে এক সদস্য ও কংগ্রেস থেকে তিনজন সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে তৃণমুলের আসন বেড়ে হয় সাত lএরপরেই কংগ্রেস প্রধান বৈদ্যনাথ মাহাতোর বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমুলের সদস্যরা। মঙ্গলবার দুই পঞ্চায়েতের অনাস্থা বৈঠক হয়। তাতে দুটি গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল।
পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া বলেন, “খাতায়-কলমে আমরা আরও দুটি গ্রাম পঞ্চায়েত দখল করলাম l
উল্লেখ্য, বুধবার ভাজপার দখলে থাকা পুরুলিয়ার পাড়া ব্লকের ভাঁওরিডি গ্রাম পঞ্চায়েত (panchayat) ও কংগ্রেসের দখলে থাকা ঝালদা ২ ব্লকের চিতমু গ্রাম পঞ্চায়েত (panchayat) দখল করলো তৃণমূল। বিজেপি ও কংগ্রেসের হাতছাড়া হলো আরো একটি করে গ্রাম পঞ্চায়েতে। বার বার অনাস্থা এনে বিজেপির দখলে থাকা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করায় চিন্তার ভাজ পড়েছে জেলা বিজেপিতে। প্রবল অস্বস্তিতে পড়ে ভাজপা নেতৃত্ব।