পঞ্চায়েতের সংকল্পপত্র প্রকাশে একসঙ্গে দিলীপ-সুকান্ত-শুভেন্দু! পঞ্চায়েতে (Panchayat Election 2023) নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল বঙ্গ বিজেপি (Bengal BJP)। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিন মহারথীই একসঙ্গে সাংবাদিক বৈঠক করলেন বিকেলে। রাজ্য বিজেপির মুখপত্র কমল বার্তা আবার নবরূপে প্রকাশিত হল আজকের সাংবাদিক বৈঠকে। একইসঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি ইস্তাহার ‘সংকল্পপত্র’ প্রকাশ করা হল বিজেপির তরফে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, পঞ্চায়েতের আগে বিজেপির রাজ্য নেতৃত্ব যে এককাট্টা, সেই বার্তা দেওয়া গেল আজকের এই সাংবাদিক বৈঠক থেকে।
পঞ্চায়েত স্তরে রাজ্যে যে বিস্তর বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, তা নিয়ে ফের একবার শাসক শিবিরকে বিঁধলেন দিলীপ ঘোষ। অন্যদিকে বাংলায় গণতন্ত্র ভূলুণ্ঠিত হওয়ার অভিযোগ তুলে শাসক শিবিরকে আরও একবার তুলোধনা করলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর পঞ্চায়েতের নির্বাচনী প্রচার নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না সুকান্ত। রাজ্য বিজেপির সভাপতির দাবি, পদ্ম শিবিরের গুঁতোতেই ১০-১২ বছর পর পঞ্চায়েতের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসরে নামতে হয়েছে।
কী কী উল্লেখ করা হল বিজেপির পঞ্চায়েতের সংকল্পপত্রে? মোট ৯টি ইস্যুকে হাতিয়ার করে এবার গ্রাম বাংলার দখল নেওয়ার লড়াইয়ে নামছেন দিলীপ-শুভেন্দু-সুকান্তরা। প্রথম ইস্যু, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন। দ্বিতীয় ইস্যু, কৃষকদের উন্নয়ন নিশ্চিত করা। তৃতীয় ইস্যু, অসংগঠিত ক্ষেত্রের মানুষদের উন্নয়ন নিশ্চিত করা। এছাড়া স্বাস্থ্য, নারী কল্যাণ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করা, গ্রামীণ পরিকাঠামো, সুশাসন ও সর্বোপরি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মতো ইস্যুগুলিকে তুলে ধরা হয়েছে বিজেপির সংকল্পপত্রে।
আরও পড়ুন – কপ্টার বিভ্রাটের সময় পা ও কোমরে চোট মুখ্যমন্ত্রীর, নিয়ে যাওয়া হল এসএসকেএম…
অতীতে একাধিক সময়ে বঙ্গ বিজেপির অন্দরে বিভাজনের একটি তত্ত্ব উঠে এসেছে। নাম না করে দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়া নিয়েও মুখ খুলেছিলেন দলের নেতারাই। এমন অবস্থায় আজকের সাংবাদিক বৈঠকে সকলে মিলে একসঙ্গে বসে কি কোনও বার্তা দিতে চাইল বঙ্গ বিজেপি নেতৃত্ব? পঞ্চায়েতের আগে নীচু তলার কর্মীদের এককাট্টা করার চেষ্টা? এই প্রশ্ন ইতিমধ্যেই ঘুরপাক খেতে শুরু করেছে রাজ্য রাজনীতির অন্দরমহলে।