পঞ্চায়েত ভোটে ৫০০-র উপরে SFI সদস্য লড়ছেন ,লাল ফেরার আশ্বাস সৃজনদের ,ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আবহে রাজনৈতিক দলগুলি যখন ইস্তাহার প্রকাশ করছে,তখন নতুন চমক এসএফআইয়ের।সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করা হল‘আবেদনপত্র’।এবার এসএফআইয়ের প্রচুর সদস্য কাস্তে হাতুড়ি তারা প্রতীকে লড়ছেন।‘বামপন্থী’ ও তাদের ‘সহযোগী’রা জিতলে এসএফআই কোন কোন দিকে বিশেষ নজর দেবে,তারই উল্লেখ রয়েছে এই আবেদনপত্রে।বৃহস্পতিবার এসএফআই-র (SFI) রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে বলেন, “আমাদের আবেদনপত্র,আমাদের বুলেটিনে স্পষ্ট করে লেখা আছে ওরা ওরা কী কী করেছে এবং আমরা কী কী করতে চাই।আমরা কী কী বলছি।”
SFI-এর আবেদনপত্রে উল্লেখ রয়েছে-
১. ছাত্রীদের সাইকেল কিংবা পড়াশোনা চালানোর জন্য অর্থ সাহায্যের মত সমস্ত সরকারি সামাজিক প্রকল্পের আরও প্রসার ঘটবে।
২. গ্রামের মানুষের সাহায্য নিয়ে পাঁচ বছরের বেশি সবাইকে স্কুলে ভর্তি করা ও স্কুল ছুটের প্রবণতা বন্ধ করা হবে।গঠিত হবে গ্রাম শিক্ষা কমিটি থাকবে গরিব ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি কোচিং। গড়ে উঠবে তথ্যপ্রযুক্তি কেন্দ্র ও গ্রন্থাগার।
৩. আদিবাসী ও তপশিলি জাতির ছাত্র-ছাত্রীদের জন্য পুনরায় হোস্টেলের ব্যবস্থা চালু হবে।প্রান্তিক ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ ব্যবস্থাকে শক্তিশালী করা হবে।এসএসকেএমএসকের পুনরুজ্জীবন হবে।
৪. মিড ডে মিল থেকে নিয়োগ দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা আমাদের অঙ্গীকার।
৫. ১০০ দিনের কাজকে ২০০ দিনে পরিণত করা হবে বেকার তরুণদের জন্য থাকবে স্বনির্ভর দল।
৬. স্কুলের পরিকাঠামো উন্নয়ন ছাত্র শিক্ষক অনুপাত রক্ষা এবং অনগ্রসর শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের দায়িত্ব নেবে বামপন্থীদের পঞ্চায়েত।
আরও পড়ুন – মণিপুরে সেনার উপর অতর্কিত হামলা, মোতায়েন বিশাল বাহিনী
মূলত বামপন্থীদের গ্রামীণ পঞ্চায়েত কী কী কাজ করবে তার একটি রূপরেখা তুলে ধরতে এই আবেদনপত্র এসএফআইয়ের। শিক্ষা, নিয়োগে স্বচ্ছতা, কর্মসংস্থানের কথাই রয়েছে সেখানে। এদিন সৃজন বলেন,“এসএফআইয়ের ছাত্র যুবরা গোটা রাজ্যজুড়ে তরুণ প্রজন্মের সিপিএম প্রার্থী হিসাবে মানুষের কাছে যাওয়ার কাজ অব্যাহত রেখেছে।এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ১৪ জন সদস্য জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি,গ্রাম পঞ্চায়েতে লড়াই করছে।এই শাসকদলকে রাজ্যের তরুণ প্রজন্ম চায় না। বিগত বছরের তুলনায় এবার অনেক বেশি আমাদের রাজ্যে এসএফআই কর্মীরা পঞ্চায়েত নির্বাচনে লড়ছেন।অন্তত ৫০০-র উপরে এসএফআই কর্মী কাস্তে হাতুড়ি তারা চিহ্নে পঞ্চায়েত নির্বাচনের তিনটে স্তরে লড়ছেন।”