অবশেষে কড়া রাজ্য নির্বাচন কমিশন, ভুলের মাশুল গুনতে হতে পারে বিডিওদের , পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই গন্ডগোল, অশান্তির অভিযোগ। দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ যেমন একদিন থেকে উঠে এসেছে, তেমনই প্রশাসনিক দিক থেকেও যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁদের গাফিলতির বিষয়টিও উঠে আসতে শুরু করেছে। যেমন মিনাখাঁর তৃণমূল প্রার্থী কীভাবে সৌদি আরবে গিয়েও মনোয়ন জমা পড়ে গেল ব্লক অফিসে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু এই একটি ঘটনাই নয়, আরও অনেক ক্ষেত্রেই মনোনয়ন ঘিরে গাফিলতির অভিযোগ উঠে এসেছে। এবার শেষ পর্যন্ত কড়া ব্যবস্থার পথে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। কমিশন সূত্রে খবর, একাধিক জেলার বিডিওদের বিরুদ্ধে এবার পদক্ষেপ করা হতে পারে। ভাঙড় ও মিনাখাঁর বিডিওদের শোকজ় করা হতে পারে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে।
এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ইস্যু নিয়ে আজ আবার স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য নির্বাচন কমিশন। বুধবার হাইকোর্টের শুনানি পর্বের পরই বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে আবারও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। কমিশনার রাজীব সিনহাও জানিয়েছেন, ফোনে এই বিষয়ে কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে। বিষয়টি যাতে দ্রুত দেখা হয়, সেই কথা বলা হয়েছে।
আরও পড়ুন – ভোটের আগেই অবসর রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর , মেয়াদ বৃদ্ধির আবেদন কেন্দ্রের…
আজ কমিশনের অফিস থেকে বেরনোর সময় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকেও এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন সরাসরি কোনও এলাকার নাম উল্লেখ না করলেও, কমিশনার বুঝিয়ে দিয়েছেন, কমিশন পদক্ষেপ করতে পারে। বলেছেন, যাঁদের ক্ষেত্রে ভুল ধরা পড়েছে এবং প্রাথমিকভাবে মনে হয়েছে সেই ভুল অসাবধানতাবশত নয়… তাঁদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে। তাহলে কি শোকজ়ের পথেই হাঁটছে কমিশন? যদিও এই বিষয়ে সরাসরি কোনও উত্তর দেননি তিনি। রাজীব সিনহার বক্তব্য, যা ব্যবস্থা নেওয়ার, সবই করা হবে।