Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ আড়াইশো কর্মীর,

শক্তি বাড়ল কংগ্রেসের !পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ আড়াইশো কর্মীর,

শক্তি বাড়ল কংগ্রেসের !পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ আড়াইশো কর্মীর,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শক্তি বাড়ল কংগ্রেসের !পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ আড়াইশো কর্মীর, ঢাকে কাঠি পড়েছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023)। আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় হতে চলেছে ভোট। শেষ হয়েছে মনোনয়ন পর্ব। তবে এরইমধ্যে হাওড়ায় (Howrah) শক্তিক্ষয় শাসকদলের।বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার মহিয়ারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৮ নম্বর বুথে প্রায় ২৫০ জন তৃণমূল (Trinamool Congress) কর্মী যোগ দিলেন কংগ্রেসে (Congress)। তাতেই ভোটের আগে এক ধাক্কায় আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল হাত শিবিরের কর্মীদের। তবে শুধু হাওড়া নয়, সাম্প্রতিককালে মুর্শিদাবাদ, মালদা সহ একাধিক জেলায় ঘাসফুল ছেড়ে কংগ্রেসে ভিড়তে দেখা গিয়েছে বহু তৃণমূল কর্মী-সমর্থকদের।

 

 

 

 

একইসঙ্গে তিনি এও বলছেন, “যদি অবাধ ও স্বচ্ছ নির্বাচন হয় তবে মহিয়ারী অঞ্চলে অধিকাংশ আসন দখল করবে কংগ্রেস।” অন্যদিকে এদিনের যোগদান নিয়ে তৃণমূলের হাওড়া সদর জেলা সভাপতি কল্যাণ ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

 

আরও পড়ুন –   রাজ্যপাল নির্বাচন কমিশনারকে সরাতে পারবেন না বলেই মন্তব্য শুভেন্দু অধিকারীর ,আদালতের উপরও…

 

 

 

সাগরদিঘির উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের জয়ের পর এই দলবদলে রীতিমতো জোয়ার দেখা যায়। যদিও সেই বাইরন এখন জ্যাকেট বদলে তৃণমূলে। যদিও কংগ্রেস নেতৃত্বের দাবি তাতে খুবটা কিছু এসে যাচ্ছে না। মানুষের ভরসা ফিরছে কংগ্রেসে। তারই প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে জেলায় জেলায়। জাতীয় কংগ্রেসের হাওড়ার সভাপতি পলাশ ভাণ্ডারি বলছেন, “গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি আর চুরিতে জর্জরিত।” হাওড়া মহিয়ারী অঞ্চলে তৃণমূল কংগ্রেস যাঁদের প্রার্থী করেছে তাঁরাও দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে তাঁর দাবি। পলাশবাবুর দাবি, সে কারণেই এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা জাতীয় কংগ্রেসের আদর্শ ও নীতি অনুসরণ করে তাঁদের দলে আসছেন।

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক ভমুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top