Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
নমাজ শেষে আর কি কি বললেন ফিরহাদ?

“প্রার্থনা করলাম, যাতে শান্তিতে ভোট হয়” নমাজ শেষে আর কি কি বললেন ফিরহাদ

“প্রার্থনা করলাম, যাতে শান্তিতে ভোট হয়” নমাজ শেষে আর কি কি বললেন ফিরহাদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

“প্রার্থনা করলাম, যাতে শান্তিতে ভোট হয়” নমাজ শেষে আর কি কি বললেন ফিরহাদ? মনোনয়ন পর্ব থেকেই বাংলায় তৈরি হয়েছে অশান্তির আবহ। মারামারি, গুলি চালনা, রক্তপাতের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালতও। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর মতে, মানুষ যাঁকে যোগ্য বলে মনে করবে, তাঁকেই সমর্থন করবে। এর জন্য হানাহানি বা রেষারেষির কোনও প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি। তৃণমূলের জয়ের জন্য সংগঠনের ওপরেই আস্থা রাখছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি। ইতিমধ্যেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়।

 

 

 

 

 

ইদ উপলক্ষে বৃহস্পতিবার মসজিদে নমাজ পড়েন ফিরহাদ। বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সবার সুখ শান্তির জন্য দোয়া চাইলাম।” ভোট প্রসঙ্গে তিনি বলেন, “প্রার্থনা করলাম, যাতে শান্তিতে ভোট হয়। মানুষ যাঁকে মনে করবে, তাঁকেই ভোট দিয়ে দায়িত্বে আনবে। এর মধ্যে হানাহানি বা রেষারেষির কোনও জায়গা নেই। আমাকে যোগ্য মনে করলে, আমাকে দায়িত্ব দেবে। আপনাকে যোগ্য মনে করলে, আপনাকে দায়িত্ব দেবে। রাজনীতিতে আমি আমার কথা বলব, আপনি আপনার কথা বলবেন। মানুষ বুঝে নেবে কাকে সমর্থন করবে।”

 

 

 

 

 

ফিরহাদের আর্জি, বাংলার মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। তিনি বলেন, “২০১১ ও ২০১৬ তে কেন্দ্রীয় বাহিনী মুড়ে ভোট হলেও যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ ছিল, এবারেও তাই থাকবে।” তৃণমূল মানুষের ওপর ভরসা করে বলে মন্তব্য করেছেন তিনি।

 

 

 

আরও পড়ুন –  স্পর্শকাতর বুথ গুলো নিয়ে হাইকোর্টে কি জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা?

 

 

 

 

জয় নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি। সংগঠনের ওপর ভরসা রেখেই জয়ের আশা করছেন তিনি। শুক্রবারই অনুব্রত-হীন বীরভূমে পা রাখবেন ফিরহাদ। তার আগে তিনি বলেন, “অনুব্রত আমাদের সঙ্গে নেই। কিন্তু কর্মীরা আছেন। সেই সংগঠনটা আছে।” তিনি মনে করেন, যেখানে মানুষ দলের পতাকা নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে, সংগঠনটা তাঁদের সঙ্গেই আছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top